Home> রাজ্য
Advertisement

Kurseong: চা-বাগানে কাজ করছিলেন মহিলা, আচমকা ঝাঁপিয়ে পড়ল কালো চিতা...

Black Leopard Attacked on a Woman: কার্শিয়াংয়ে আতঙ্কের কারণ হয়ে উঠল কালো চিতা, চা বাগানে কর্মরত এক মহিলাকে আক্রমণ করে, আতঙ্কে স্থানীয়রা...

Kurseong: চা-বাগানে কাজ করছিলেন মহিলা, আচমকা ঝাঁপিয়ে পড়ল কালো চিতা...

কায়েস আনসারি: কার্শিয়াং-এ কালো চিতার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যেহেতু কার্শিয়াং চা বাগান এবং বনাঞ্চল দিয়ে ঘেরা তাই কালো চিতার উপস্থিতি এখন খুবই একটা সাধারণ বিষয় হয়ে উঠেছে। কিছুদিন আগে সিঙ্গেল চা বাগান রোডে এক গাড়ির ড্রাইভার একটি চিতা দেখতে পেয়ে মোবাইলে ভিডিয়ো করেন।

আরও পড়ুন- সবুজ পাতা ঢাকছে কালোয়, ফুসফুসে ঢুকছে বিষ! দূষণ-আতঙ্কে শহর ছাড়ছেন এলাকাবাসী...

গতকাল সন্ধ্যায় কাফাবাড়ি চা বাগানে কর্মরত এক মহিলা তার নিজের বাগানে কাজ করার সময় কালো চিতার আক্রমণ করে। চিতার থাবায় তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানো হয়। কার্শিয়াং বন বিভাগের প্রতিনিধিরা হাসপাতালে উপস্থিত থেকে প্রয়োজনীয় যা দরকার সেই সাহায্য করেন।

আরও পড়ুন- চিকিত্সার জন্য ৩ লাখ টাকা নেওয়ার পরই বলা হয় রোগীর মৃত্যু হয়েছে, তুলকালাম হাসপাতাল

এই কালো চিতা, এলাকার বিভিন্ন গ্রামে গৃহপালিত পশু এবং এমনকি কুকুরও ধরে নিয়ে যাচ্ছে। গত মাসে কালো চিতাকে রোহিনী রোডের জাতীয় সড়ক পেরোতেও দেখা যায়। রোহিনী রোড কার্শিয়াং ও দার্জিলিংয় প্রবেশের প্রধান রাস্তা।

আরও পড়ুন-  কিছু লোক বারবার বাড়ি পায় কীভাবে! আবাস যোজনার সার্ভেতে গিয়ে তাড়া খেল সমীক্ষক দল

স্থানীয় বাসিন্দারা জানান, 'আমরা অনেকবার কালো চিতা দেখেছি, বিশেষ করে সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে, আমরা খুব ভয় পাচ্ছি। চিতা আমাদের গৃহপালিত পশু এবং রাস্তার কুকুরকে ধরে নিয়ে যাচ্ছে।'

আরও পড়ুন- বাধার মুখে শীত! জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কবে?

বন বিভাগের প্রতিনিধি দিপেনবাবু বলেন 'ওই মহিলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম হাসপাতালে পৌঁছায় এবং প্রয়োজনীয় যা সাহায্য দরকার তারই ব্যবস্থা করে। কার্শিয়াং-এ চা বাগান এবং বনাঞ্চলের মধ্যে আবর্জনা ফেলার কারণে অন্য পশুরা সেখানে আসছে, যা দেখে চিতা বাঘও সেখানে আসছে। আমরা চা বাগানের বাসিন্দা এবং হোমস্টে মালিকদের সঙ্গে সচেতনতা কর্মসূচি শুরু করেছি।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More