Home> রাজ্য
Advertisement

Siliguri: চোর বাড়ি এসে ফেরাল আইফোন! বাংলায় বিরল ঘটনা, কারণ শুনলে চমকে যাবেন...

Thief Returns iPhone: চোর বাড়িতে ফিরিয়ে দিয়ে গেল আইফোন! খাস বাংলায় ঘটে গেল এই বিরল ঘটন...

Siliguri: চোর বাড়ি এসে ফেরাল আইফোন! বাংলায় বিরল ঘটনা, কারণ শুনলে চমকে যাবেন...

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও শুনেছেন চোর ফেরাল চুরি করা জিনিস! তাও আবার আইফোন? এমনই বিরল ঘটনার সাক্ষী হল শিলিগুড়ি। কিন্তু চোর কেন মহার্ঘ ফোন আবার মালিককে ফিরিয়ে দিয়ে গেল? জানতে হলে পুরো প্রতিবেদন পড়তেই হবে আপনাকে...

এবার আসা যাক আসল ঘটনায়। শিলিগুড়ির থানাগুলোয় প্রায়ই এখন ভূরি ভূরি চুরির অভিযোগ জমা পড়ছে। তবে এবারের ঘটনা একেবারেই আলাদা। মাসখানেক আগে বানিয়াখালির বাসিন্দা দাওয়া নরবুলা লামা, মাটিগাড়া থানায় এসে অভিযোগ করেছিলেন যে, তাঁর বাড়ির ভেতরে ঢুকেই চোর হাতিয়েছে আইফোন! তবে মাস ঘুরতে না ঘুরতেই গল্পে নতুন মোড়! নরবুলা লামা এবার থানায় এলেন অভিযোগ তুলে নেওয়ার জন্য!

আরও পড়ুন: দুবলা শরীর, পাতলা হাত! মেডিক্যাল করাতে নিয়ে যাওয়ার পথে ঢিলে হাতকড়া গলে পালাল চোর...

আইফোনের প্রকৃত মালিক নরবুলা জানিয়েছেন যে, গত মার্চ মাসের ১৯ তারিখ তাঁর ফোন চুরি যায়। সেদিন বাড়ি থেক আচমকাই মোবাইল হাওয়া হয়ে গিয়েছিল। তিনি বহু খোঁজাখুঁজির পরেও সখের আইফোনের হদিশ না পেয়ে থানায় এসে লিখিত অভিযোগ জমা দিয়ে যান। দিনের পর দিন হারানো মোবাইলের কোনও খোঁজ না পেয়ে রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন তিনি। বারবার থানায় এসে ফোনেরও খোঁজ নিয়ে যেতেন তিনি। তবে আচমকাই একদিন দেখলেন যে, তাঁর বাড়ির সামনে চোরই সেই ফোন রেখে পালিয়েছে! ব

ছর পঁয়ত্রিশের নরবুলা থানায় জানিয়েছেন যে,  চোর লক খুলতে না পেরেই মোবাইল বিক্রি করতে পারেননি, তাই ফেরত দিয়ে গিয়েছে। চোর ভেবেছিল যে, আইফোন বিক্রি করে সে বেশ ভালো দামই পাবে। কিন্তু তার সেই স্বপ্নপূরণ হয়নি। পুলিস জানিয়েছে যে, আইফোনের আইডি ভাঙা রীতিমতো কঠিন। ফেস আইডি না মিললে মোবাইল খোলেই না। কারণ আইফোনের প্রাইভেসি সেটিং এতটাই শক্তিশালী। আইফোন হারিয়ে গেলে কিংবা চুরি হলে সমস্যা পড়ে যায় চোরের সঙ্গে পুলিসও। কারণ অ্যান্ড্রয়েড ফোন চুরি হলে, সেটার আইএমইআই নম্বর দিয়েই ফোন ট্র্যাকিং করা যায় অনায়াসে। তবে আইফোন হারালে তার ট্র্যাকিং করা আর সম্ভব হয়ে ওঠে না।

আরও পড়ুন: চলন্ত বাসে নাবালিকার গায়ে অসভ্য হাত, যুবককে নামিয়ে...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More