Home> রাজ্য
Advertisement

Illegal citizenship in India of Bangladeshi woman: রোহিঙ্গা নাকি! হিলিতে তিন তরুণী পুলিসের হাতে, বাংলাদেশ ছেড়ে কোন মতলবে? ভয়ংকর...

Bangladeshi Woman arrested in Hilli: বুধবার দিন জেলা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন জেলা আদালতের বিচারক বলে পুলিশ সূত্রে জানা যায়। সংশ্লিষ্ট মহলের অনুমান বিভিন্ন রাজ্যে বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, আর যার ফলেই বিভিন্ন রাজ্যে লুকিয়ে থাকা বাংলাদেশী নাগরিকরা এরকম চোরা পথে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন।

Illegal citizenship in India of Bangladeshi woman: রোহিঙ্গা নাকি! হিলিতে তিন তরুণী পুলিসের হাতে, বাংলাদেশ ছেড়ে কোন মতলবে? ভয়ংকর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  পুলিসের জালে ধরা পড়ল তিন বাংলাদেশী তরুণী। বিগত কয়েকদিন আগে এই হিলিতে বাংলাদেশী নাগরিক আটক হয়েছিল। ধৃত এই তিন বাংলাদেশী নাগরিকের কাছে ভারতীয় কোন পরিচয় পত্র যেমন ছিল না তাদের কাছে, বাংলাদেশের কোন পরিচয় পত্রও ছিল না। তাই পুলিশের প্রাথমিক অনুমান এরা রোহিঙ্গা হতে পারে।  রোহিঙ্গা গ্রেফতার খবর প্রচার হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় যে তিন বাংলাদেশী তরুণীকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই বাংলাদেশের কুতুফালান থানা এলাকার  কুকিয়া গ্রামের বাসিন্দা।

  আরও পড়ুন: পহেলগাঁওয়ে মুছেছে সিঁদুর, ঝরেছে রক্ত! কাশ্মীরে পর্যটক ফেরাতে রেলের জলের দরে ৯ ট্যুর প্যাকেজ... 

পুলিস সূত্রে খবর, তারা হিলির বাজার সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে তারপর হিলি থানা অফিসার গিয়ে এই তিনজন মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় এবং টানা জিজ্ঞাসাবাদ করে জানা যায় বাংলাদেশ থেকেই তারা এসেছিল। তবে তারা কিভাবে বাংলাদেশ সীমান্ত থেকে ভারতবর্ষে প্রবেশ করল, কার মাধ্যমে প্রবেশ করল, এরা আজই এসেছে নাকি কয়েকদিন আগে থেকেই এলাকায় কোথাও লুকিয়ে ছিল তার সবকিছুই তদন্ত শুরু করেছে পুলিশ। দ্বিতীয় তিন বাংলাদেশি নাগরিকের কাছে কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। স্থানীয় সূত্র মারফত খবর পেয়ে পুলিস ওই তিন মহিলাকে  জিজ্ঞাবাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য।

  আরও পড়ুন: Fact Check On Rahul Gandhi & Jyoti Malhotra: জ্যোতির সঙ্গে যোগাযোগ ছিল রাহুল গান্ধীর! দু'জনে একফ্রেমেই! সত্যি?

পুলিসের অনুমান, তারা হিলিতেই কোথাও লুকিয়ে ছিল। কিভাবে তারা এই দেশে প্রবেশ করে সেই বিষয় টি পরিষ্কার নয়। পাশাপাশি আরো কোন বাংলাদেশী এলাকায় লুকিয়ে থাকতে পারে বলেই অনুমান পুলিসের। যা নিয়ে শোরগোল পড়েছে সীকান্তবর্তী জেলার হিলিতে। ধৃত দের নাম ওমাইরা, রাফিয়া ও  রাজিয়া। বুধবার দিন জেলা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন জেলা আদালতের বিচারক বলে পুলিশ সূত্রে জানা যায়। সংশ্লিষ্ট  মহলের অনুমান বিভিন্ন রাজ্যে বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, আর যার ফলেই বিভিন্ন রাজ্যে লুকিয়ে থাকা বাংলাদেশী নাগরিকরা এরকম চোরাপথে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন পুলিশের নজর এড়িয়ে যারা সীমান্তে এসে ধরা পড়ে যাচ্ছেন বাংলাদেশি এখনও এলাকায় থাকতে পারে বলে পুলিশের অনুমান।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

fallbacks

Read More