বিধান সরকার: গত ২১ জুন বিভিন্ন জেলায় তৃণমূলের সাংগঠনিক পদে বেশকিছু রদবদল করা হয়েছিল। তার মধ্যে ছিল হুগলিও। হুগলির যুব সভাপতি ও সহ সভাপতি-সহ মহিলা তৃণমূলের সভাপতিও ঘোষণা করা হয় সেদিন। সেদিনই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজেও প্রকাশ হয় সেই তালিকা।
ওই তালিকায় যেখা যায় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অরিজিৎ ব্যানার্জি ও সহ-সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী। ঘোষণা দেখে সেদিন রাতেই কার্যত উল্লাসে মেতে ওঠেন নব নিযুক্ত যুব সভাপতির অনুগামীরা। তার সঙ্গেই দেখা যায় নবনির্বাচিত সহ-সভাপতিকেও। কিন্তু হঠাৎই ৯ দিনের মাথায় বদলে গেল পদ।
সোমবার সন্ধ্যায় আবারও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে একটি নতুন করে তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় দেখা যায় ন'দিন আগে যাকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল তাকে যুব সভাপতি করা হয়েছে। সদ্য নির্বাচিত যুব সভাপতি অর্থাৎ অরিজিৎ ব্যানার্জিকে যুব সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে। আপাতত হুগলি জেলার যুব সহ সভাপতি পদ খালি রয়েছে সেখানে। যদিও ন'দিনের মাথায় এরকম ভাবে তালিকা বদলানোর জন্য চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন-ধ*র্ষ*ণের অভিযোগে 'পদ্মশ্রী' কার্তিক মহারাজকে নোটিস! মঙ্গলবারই হাজিরার নির্দেশ...
আরও পড়ুন-অপারেশন সিঁদুরে যুদ্ধ বিমান হারাতে হয়েছে কেন, বিস্ফোরক মন্তব্য করলেন ক্যাপ্টেন শিবকুমার
অরিজিৎ শ্রীরামপুর বিধায়ক সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ আর প্রিয়াঙ্কা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। প্রিয়াঙ্কা অধিকারী বলেন, দল দায়িত্ব দিয়েছে তা পালন করব। শিক্ষিত ভালো ছেলেমেয়েকে দলে আনার চেষ্টা করব। যারা মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে। নয় দিনের মধ্যে সভাপতি বদল নিয়ে বলেন এটা দলের সিদ্ধান্ত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)