প্রসেনজিৎ মালাকার: কেষ্টর জেলায় চাঞ্চল্য। শোরগোল। বীরভূমের সিউড়িতে এবার তৃণমূলের এক নেত্রীকেই শ্লীলতাহানি! শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার তৃণমূলেরই দুই কর্মী। গোপন জবানবন্দি দিলেন নির্যাতিতা।
তৃণমূলের অন্দরেই শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়িতে। সিউড়ি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল দলেরই দুই কর্মীকে। পুলিস সূত্রে জানা গেছে, ধৃতদের নাম শেখ জাকির ও শেখ নাওসাদ। মঙ্গলবার দমদমা পঞ্চায়েত এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিস। দুজনেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।
ঘটনাটি ঘটে গত রবিবার রাতে। অভিযোগ, একটি দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে সভানেত্রীকে রাস্তায় আটকে শারীরিক হেনস্থা করেন তৃণমূলেরই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর কয়েকজন। ঘটনার পর নির্যাতিতা দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নামে।মঙ্গলবার জেলা আদালতে নির্যাতিতা গোপনে নিজের জবানবন্দি দেন।
পুলিস জানিয়েছে, এই ঘটনায় আরও কয়েকজন অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে জোর তল্লাশি চলছে। এই ঘটনায় শাসকদলের অন্দরে চরম অস্বস্তি তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দিন দিন আরও প্রকাশ্যে আসছে। একদিকে জেলা সভাধিপতি কাজল শেখের অনুগামীদের গোষ্ঠী, অন্যদিকে প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের গোষ্ঠী। এই দ্বন্দ্বের জেরেই দলীয় নেত্রীকে হেনস্থার মতো ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন, Kartik Maharaj: '১৩ বছর আগে কিছু হয়েছে... ', হাইকোর্টের দ্বারস্থ ধ*র্ষ*ণে 'অভিযুক্ত' কার্তিক মহারাজ!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)