Home> রাজ্য
Advertisement

Rath Yatra 2025: রথে রাজনীতি? দীঘার জগন্নাথের প্রসাদের সঙ্গে তৃণমূলের লিফলেট! তুঙ্গে বিতর্ক...

Digha Jagannath Temple: দীঘার প্রসাদ নিয়ে আগেই শুরু হয়েছিল বিতর্ক। এবার তাতেই আগুনে ঢি ঢালার কাজ করল ১৪৩ নম্বর ওয়ার্ড। দীঘার প্রসাদের সঙ্গে এবার বিতরণ করা হচ্ছে তৃণমূলের লিফলেটও।

Rath Yatra 2025: রথে রাজনীতি? দীঘার জগন্নাথের প্রসাদের সঙ্গে তৃণমূলের লিফলেট! তুঙ্গে বিতর্ক...

সন্দীপ প্রামাণিক: দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের সঙ্গে এবার বিতরণ করা হচ্ছে তৃণমূলের লিফলেট। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ হচ্ছে কলকাতার ঘরে ঘরে। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিরোধীদলের বক্তব্য দীঘার মন্দিরকে নিয়ে একেবারে তৃণমূল রাজনীতি করছে। 

আরও পড়ুন:Road Accident: রথের সকালে ভয়ংকর দুর্ঘটনা! বেপরোয়া লরির ধাক্কায় ছিটকে গেল বাইক, মৃত ৩...

এবার সেই কটাক্ষের মধ্যে আগুনে ঘি ঢালার মতো কাণ্ড ঘটল ১৪৩ নম্বর ওয়ার্ডে। কলকাতার ১৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্টিনা বিশ্বাস দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের সঙ্গে বিতরণ করছে তৃণমূলের লিফলেট। যেখানে তৃণমূলের বিভিন্ন কর্মসূচির বিষয় এবং মানুষের জন্য তারা কি কি করেছে সেই বিষয়গুলি একেবারে বড় বড় করে উল্লেখ রয়েছে। 

এখানেই প্রশ্নচিহ্ন উঠছে তাহলে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কি তবে রাজনীতিতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস?

১৬ নম্বর বোরোর চেয়ারপার্সেন সুদীপ পোল্লে জানান যে তার কথাও শোনেননি ক্রিষ্টিনা বিশ্বাস। সে তার নিজের মতই করছেন। দলের অনুমতি ছাড়া। এককথায় দীঘার জগন্নাথের প্রসাদ বিতরণকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে।

আরও পড়ুন:Bengal Weather Update: রথে ভাসবে বঙ্গে! জেলায় জেলায় ভারী বৃষ্টির সর্তকতা, আবহাওয়ার লেটেস্ট আপডেট...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More