Home> রাজ্য
Advertisement

Shaukat Molla: 'অত্যাচার যদি বন্ধ না হয়......' ভাঙড়ে ISF-কে হুমকি শওকত মোল্লার

ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল-ISF দ্বন্দ্বে উত্তেজনা ততই বাড়ছে ভাঙড়ে।

Shaukat Molla: 'অত্যাচার যদি বন্ধ না হয়......' ভাঙড়ে ISF-কে হুমকি  শওকত মোল্লার

প্রসেনজিৎ সরদার: শিয়রে পঞ্চায়েত ভোট।  ভাঙড়ে ISF-র শিকড় উপড়ে ফেলার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বললেন, 'লড়াই হবে মাঠে ময়দানে। ঢিল ছুঁড়লে পাটকেল খেতে হবে'। একই সুর শোনা গেল আরাবুল মোল্লার ছেলে হাকিবুলের গলায়ও!

রাজ্যে বেশিরভাগ পঞ্চায়েতের মেয়াদ শেষের মুখে। ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল-ISF দ্বন্দ্বে উত্তেজনা ততই বাড়ছে ভাঙড়ে। একে অপরকে ছেড়ে কথা বলছে না কোনও পক্ষই। হুমকি-পাল্টা হুমকি অব্যাহত।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সাধের পথশ্রী প্রকল্পেও এবার দুর্নীতি?

এদিন ভাঙড়ের ফুলবেড়িয়া এক জনসভায় ক্যানিং পূ্র্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, 'আমরা প্রথমদিন বলেছি, ভাঙড়ের মাটিতে গত ২ বছর যে অত্যাচার করেছেন, সেই অত্যাচার যদি আগামীদিনে বন্ধ না হয়। ISF দল, তাঁদের গাছের শিকড় উপড়ে দেওয়ার দায়িত্ব তৃণমূলকর্মীরা নেবে। এটা মনে রাখা উচিত'।

বাদ গেলেন না তৃণমূল নেতা আরাবুলের ছেলে হাকিবুল মোল্লাও। তাঁর হুঁশিয়ারি, 'আমার যদি মনে করি, ISF কেন , কোনও দল এই ভাঙড়ের মাটিতে মিটিং করার ক্ষমতা পাবে না। কথাটা ঠিকঠাকভাবে বলতে হবে ভাঙড়ের মাটিতে। না হলে আগামিদিনে যদি কোনও কিছু হয়, তা দায়ভার তৃণমূল কংগ্রসে নেবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নেবে না'।

এদিকে পঞ্চায়েত ভোটে ব্যাগ ভর্তি উদ্ধার হল ভাঙড়ে। কীভাবে? পুলিস সূত্রে খবর, এদিন কালেরাইট মাঝের পাড়া এলাকায় বাড়ি লাগোয়া গোয়ালঘরে ব্যাগভর্তি বোমা দেখতে পান আইয়ুব আলী মোল্লা নাম এক ব্যক্তি। থানায় খবর দেন তিনি। ওই ব্য়াগ থেকে ৭টি তাজা বোমা উদ্ধার করে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More