Home> রাজ্য
Advertisement

Udayan Guha: "দিনহাটা পুলিস বড় অপরাধীদের ভক্ত", ফেসবুকে বিস্ফোরক TMC বিধায়ক উদয়ন গুহ

দিনহাটার পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক।

Udayan Guha:

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় দিনহাটা থানার পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। এক বছর হয়ে গেলেও, তাঁর উপর আক্রমণকারীদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন দিনহাটার বিধায়ক।

সোমবার উদয়ন গুহ (Udayan Guha) ফেসবুকে লেখেন, "দিনহাটার পুলিশ? বড় অপরাধীদের ভক্ত, বাইক চালকদের যম। একবছর হতে চলল আমার উপর আক্রমণকারীদের চার্জশিট হলো না।" গত বছর বিধানসভা নির্বাচনের সময় বাড়ির ফেরার পথে উদয়ন গুহর  (Udayan Guha) উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। এরপর এক বছর কেটে গিয়েছে। তৃণমূল নেতার অভিযোগ, পুলিস এখনও কোনও চার্জশিট পেশ করেনি। 

fallbacks

ফলে দিনহাটার পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক। সোমবার নিজের ফেসবুক ওয়ালে ক্ষোভ উগরে দেন তিনি। বিধাকের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More