Home> রাজ্য
Advertisement

Ram Navami 2025: কল্যাণের মুখে 'জয় শ্রীরাম'! 'কোথা গেল গুণ্ডাটা?', নিশানা শুভেন্দুকে..

Ram Navami 2025:  সিউড়িতে তৃণমূলের ঐক্য মিছিলে হাঁটলেন সাংসদ শতাব্দী রায়। 

Ram Navami 2025: কল্যাণের মুখে 'জয় শ্রীরাম'! 'কোথা গেল গুণ্ডাটা?', নিশানা শুভেন্দুকে..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রামনবমীতে পথে তৃণমূলও। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে 'জয় শ্রীরাম'! নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ, 'যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটব! কোথায় গেল সেই গুণ্ডাটা? নন্দীগ্রামের গুণ্ডা'।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

আজ, রবিবার রামনবমী। এদিন হুগলির চাঁপদানিতে বজরং বলি মন্দির পুজো দেন কল্য়াণ। এলাকার রাম মন্দিরগুলি ঘুরে দেখেন তিনি। কল্যাণ বলেন, 'আমরা পুজো টুজো করি। সারা বছরই করি। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, মনের অন্তর থেকে করি। আমরা যখন পুজো করতাম না, তখন পশ্চিমবঙ্গে বিজেপির জন্মও হয়নি। যাঁরা সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলতে পারে, তাঁরাই আসল হিন্দু। যাঁরা রাজনীতি করার জন্য হিন্দু করে, তাঁরা আসল হিন্দু নয়। ওরা রাজনীতি করার জন্য হিন্দু। শ্রীরামের পুজো আমিও করি, হনুমানজির পুজো আমিও করি। রাম কারও একার সম্পত্তি নয়'।

রাম নবমীতে দেড় কোটি মানুষকে নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। শ্রীরামপুরের সাংসদের কটাক্ষ, 'যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটব! কোথায় গেল সেই গুণ্ডাটা? নন্দীগ্রামের গুণ্ডা! গুণ্ডামি করলেই মার খাবে। বেশি মস্তান হয়ে গিয়েছে। ওকে গুণ্ডামি করতে দেব না'।

এদিকে বীরভূমে সিউড়িতে ঐক্য মিছিল করল তৃণমূল। জেলা তৃণমূল কার্যালয় থেকে মিছিলে পা মেলালেন সাংসদ শতাব্দী রায়, সিউ়ড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী-সহ দলের নেতা কর্মীরা। শহর পরিক্রমার পর মিছিল শেষ হয় চৈতালী মোড়ে। সেখানে রাম মন্দিরে পুজো দেয় তৃণমূল নেতারা। শতাব্দী বলেন,  'শান্তিতে থাকুক মানুষ। ধর্ম বিদ্বেষ ভুলে মানবিকতার কথা বলে, মানুষের সম্পর্কটাকে মর্যাদা দিয়ে। রাম সবার এবং সীতারাম। শুধু রাম নয়, আমরা সীতারাম মানি। সীতাকে ছাড়া আমরা রাম ভাবি না'।

আরও পড়ুন:  Ram Navami 2025: রামনবমীতে কাজল শেখের হাতে ত্রিশূল! আবার নিজের হাতে 'প্রসাদও' খাওয়ালেন ভক্তদের...

আরও পড়ুন:  North 24 Prgs Shocker: রান্নাঘরে 'প্রেমিকের' সঙ্গে ভিডিয়ো কলে মত্ত স্ত্রী, আচমকা পেছন থেকে কুড়ুলের কোপ স্বামীর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More