Home> রাজ্য
Advertisement

Rachna Banerjee: 'PoK আমাদের...', পাক অধিকৃত কাশ্মীরের দখল নেওয়া নিয়ে রচনার স্পষ্ট কথা...

Rachna Banerjee on PoK and BSF Jawan Purnam Kumar Saw release: রচনার সাফ কথা, "যেটা হয়েছে সেটা ঠিক-ই হয়েছে। এটাই করা উচিত ছিল... আমরা কেউ-ই যুদ্ধ চাই না।"

Rachna Banerjee: 'PoK আমাদের...', পাক অধিকৃত কাশ্মীরের দখল নেওয়া নিয়ে রচনার স্পষ্ট কথা...

বিধান সরকার: "আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। পৃথিবী ভালো থাকুক। মানুষ ভালো থাকুক।" পান্ডুয়ায় এসে বললেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। পহেলগাঁওতে ২৬ জন নিরীহ ভারতীয়কে হত্যার (Pahalgam Attack) পর অপারেশন সিঁদুর (Opeartion Sindoor) শুরু করেছিল সেনাবাহিনী। কঠিন প্রত্যাঘাতের চারদিন পরে সংঘর্ষবিরতি হয়েছে। আর এরপরেই দেশজুড়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ মনে করেন এটাই সঠিক সময় পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার। পাশাপাশি, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দাবি তুলেছেন পাক অধিকৃত কাশ্মীর এখনই দখল করে নেওয়ার। দু-দেশের সংঘর্ষবিরতির ক্ষেত্রে আমেরিকার নাক গলানো নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

পাক অধিকৃত কাশ্মীর দখল প্রসঙ্গে রচনা

আর এসবের মাঝেই দেশের পক্ষে জোরালো সওয়াল করলেন রচনা বন্দ্যোপাধ্য়ায়। পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া উচিত বলেও জানালেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আপনার কি মনে হয় পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে হুগলির তৃণমূল সাংসদ রচনা জানান, "হ্যাঁ নিশ্চয়ই। যেটা হয়েছে সেটা ঠিক-ই হয়েছে। এটাই করা উচিত ছিল। আগামী দিনে যা হবে সেটা নিশ্চয়ই ভালই হবে।" একইসঙ্গে পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে তিনি জানান, "নিশ্চয়ই PoK আমাদের হাতে আসা উচিত।"

বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মুক্তি প্রসঙ্গ

রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এখনও পাকিস্তানের হাতে আটক। সেই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন তাড়াতাড়ি ছাড়া পান। ভারতবর্ষে যেন শান্তি ফিরে আসে। আমরা কেউ-ই যুদ্ধ চাই না। আমরা চাই মানুষ ভালো থাকুক। সবাই শান্তিতে থাকুক। এই আশায় আছি তাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়।"

উল্লেখ্য আজ পান্ডুয়ার গোজিনা দাসপুরে তিনটি ওয়াটার এটিএম-এর উদ্বোধনে আসেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের পানীয় জল পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধার জন্য এলাকায় ওয়াটার এটিএম-এর উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন, Dilip Rinku Son Death: প্রীতমের মৃত্যুতে বড় আপডেট! কাল রাতে রিঙ্কুর ছেলে... সকালেই বান্ধবীর ফোন মা-কে...

Dilip-Rinku Son Death: BIG NEWS! দিলীপ ঘোষের বিয়ের পরই ভয়ংকর শোক! স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের 'রহস্যমৃত্যু'...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More