Home> রাজ্য
Advertisement

Buddhadeb Bhattacharya Hospitalised: 'বাংলার রাজনীতিতে ভালো মানুষদের অন্যতম বুদ্ধদেব ভট্টাচার্য'

খোঁজখবর নিচ্ছেন নিয়মিত। আগামিকাল, সোমবার পূর্বসূরীকে দেখতে হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Buddhadeb Bhattacharya Hospitalised: 'বাংলার রাজনীতিতে ভালো মানুষদের অন্যতম বুদ্ধদেব ভট্টাচার্য'

মৈত্রেয়ী ভট্টাচার্য ও প্রসেনজিৎ মালাকার: 'বাংলার রাজনীতিতে যে কয়েকজন ভালো মানুষ আছেন, তাঁদের মধ্যে অন্যতম বুদ্ধদেব ভট্টাচার্য'। বললেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

আরও পড়ুন: Buddhadeb Bhattacharya Hospitalised: মেকানিক্যাল ভেন্টিলেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী...

দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ তিনি। একসময়ে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্য এখন শয্যাশায়ী। সংক্রমণের আশঙ্কায় তাঁর সঙ্গে কাউকে দেখা করারও অনুমতি দেন না চিকিৎসকরা। শনিবার আচমকাই শ্বাসকষ্ট বাড়ে। এরপরই তাঁকে ভর্তি করা হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে।

এদিন হাসপাতাল তরফে সর্বশেষ মেডিক্যাল বুলেটিনে জানা হয়েছে, 'শারীরিক অবস্থা এখনও সংকটজন। তবে স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য। মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে'। সূত্রের খবর, পূর্বসূরীর নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, আগামীকাল হাসপাতালেও যেতে পারেন মমতা।

এদিন বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের দলীয় কর্মসূচিতে বুদ্ধদেব ভট্টাচার্যকে দরাজ সার্টিফিকেট দিলেন সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, 'আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সুস্থ হয়ে ফিরে এসেছেন। এবারও ফিরে আসুন, এই কামনাই করি। রাজনীতিতে যদি কেউ ভালো মানুষ থেকে থাকেন, তাহলে তিনি অন্য়তম'।

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে এদিন হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, 'আমি ওঁর সময় এমএলএ ছিলাম, অনেক কাছ থেকে দেখেছি ওঁকে। ওঁর মতো সৎ রাজনীতিবিদ বিরল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More