Home> রাজ্য
Advertisement

Suvendu Adhikari: 'শুভেন্দু এপার বাংলার ইউনূস', বললেন সাংসদ...

WAQF Protest: ওয়াকফ নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। এরই মাঝে শুভেন্দুকে ইউনূসের সঙ্গে তুলনা করলেন সৌগত রায়। 'আমরা যেকোনও পরিস্থিতিতে নির্বাচন হলে জিতব', দাবি সাংসদের। 

Suvendu Adhikari: 'শুভেন্দু এপার বাংলার ইউনূস', বললেন সাংসদ...

বরুণ সেনগুপ্ত: ওয়াকফ (WAQF) নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ (Murshidabad)। হিংসার ঘটনায় এখনও  গ্রেফতার ২০০ জন। রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানালেন, স্থানীয়দের আতঙ্কে কাটাতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। চলছে রুটমার্চ। এরই মাঝে রাজনৈতিক চর্চা তুঙ্গে। কামারহাটিতে একটি ক্রিকেট ম্যাচে গিয়ে শুভেন্দুকে (Suvendu Adhikari) একহাত নিলেন সৌগত রায় (Saugata Roy)। 

আরও পড়ুন- Tarkeshwar Murder: পরকীয়ায় জড়িয়েছে স্ত্রী! সন্দেহে ভয়ংকর সিদ্ধান্ত স্বামীর! হতভম্ব পরিবার-পড়শিরা...

'আমি শুভেন্দুকে ইউনূসের সঙ্গে তুলনা করছি কারণ ওরা উভয়েই ধর্মান্ধ। শুভেন্দুকে বলবো পশ্চিমবঙ্গে আর সাম্প্রদায়িক বিদ্বেষের আগুন না জ্বালাতে কারণ এখানে ওরা সফল হবে না বিনা কারণে এইসব করছে। আমরা যেকোনও পরিস্থিতিতে নির্বাচন হলে জিতব, এত বলার কি আছে', এমনটাই মন্তব্য দমদমের সাংসদ সৌগত রায়ের।

চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন সৌগত রায়। যন্তর মন্তরে বিক্ষোভ দেখানো প্রসঙ্গে সাংসদ বলেন, 'যন্তর মন্তরে রোজই কেউ না কেউ আন্দোলন করে। চাকরিহারারাও করবে। চাকরিহারারা সুপ্রিম কোর্টে আবেদন করছেন আমরাও তাদের সমর্থন করছি। মুখ্যমন্ত্রী বলেছেন আবেদন করবেন। শিক্ষামন্ত্রীও বলেছেন আবেদন করবেন'।

আরও পড়ুন- Salman Khan Death Threat: 'বাড়িতে ঢুকে মারব, উড়িয়ে দেব গাড়ি', ফের সলমানকে খুনের হুমকি! নড়েচড়ে বসল পুলিস...

ওই একই মঞ্চে হাজির ছিলেন মদন মিত্রও। এদিন মুর্শিদাবাদের অস্থিরতা নিয়ে মুসলিমদের সতর্ক করলেন মদন মিত্র। তিনি বলেন, 'আমার আবেদন মুসলিমরা যদি মনে করেন মিছিল করে কয়েকটা হিংসাত্মক ঘটনা ঘটিয়ে বিজেপিকে সরানো যাবে! তাহলে ভুল। উল্টে ওদের লোককে বাইরে থেকে ঢুকিয়ে দিয়ে ওরা দাঙ্গা করিয়ে দেবে। ওয়াকফ বিল বাতিল করতে গেলে বিজেপিকে হারাতে হবে'।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More