কিরণ মান্না:: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। খোদ শুভেন্দু অধিকারীর জেলাতেই রক্তরক্ষণ অব্যাহত বিজেপির। কাঁথির পর এবার রামনগরে সমবায় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল।
রামনগর ২ নম্বর ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় বিজেপি। কিন্তু ওই পঞ্চায়েত এলাকারই উত্তর কচুয়া শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে গো হারা হারল গেরুয়াশিবির। ভোট হল শ্যামপুর বাশুলি বিদ্যাভবনে। সকাল থেকেই টান টান উত্তেজনা। কড়া পুলিসি নিরাপত্তায় চলল ভোটগ্রহণ। নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি।
উত্তর কচুয়া শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির আসনসংখ্যা ৬৫। বিকেলে ভোটের ফল বেরোতে দেখা গেল, ৫৪ আসনেই জিতেছে তৃণমূল। বিজেপির দখলে গিয়েছে ১১ আসন। নির্বাচন শেষে সবুজ আবিরে উদযাপন করে তৃণমূল কর্মীরা। বিজেপি নেতা আশীষ গিরির অবশ্য দাবি, 'একটা সমবায় সমিতি জিতে কিছু হবে না, রামনগর বিধানসভা ২০২৬-এ বিজেপির দখলেই আসবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)