Home> রাজ্য
Advertisement

Cooperative Bank Election: বছর ঘুরলেই বিধানসভা ভোট, খাতাই খুলল না বাম-বিজেপির! সমস্ত সমবায় সমিতিতেই...

Cooperative Bank Election: বিজেপি শক্তঘাঁটিতে নজিরবিহীন সাফল্য তৃণমূলে। হুগলির গোঘাট ১ নম্বর ব্লকের সবকটি সমবায় সমিতিতে ফুটল ঘাসফল। তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়!

Cooperative Bank Election: বছর ঘুরলেই বিধানসভা ভোট, খাতাই খুলল না বাম-বিজেপির! সমস্ত সমবায় সমিতিতেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। বিজেপি শক্তঘাঁটিতে এবার নজিরবিহীন সাফল্য। হুগলি গোঘাট ১ নম্বর ব্লকে ১০ সমবায় সমিতিতে নির্বাচনেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়! ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায়।

আরও পড়ুন:  Anubrata Mandal: গরু-বাছুরকেও ভোটে জিতিয়েছি, রাজনীতি কারও বাপের নয়: অনুব্রত (কেষ্ট) মণ্ডল

দশে দশ। গোঘাট ১ নম্বর ব্লকে সমবায় সমিতিতেই  ফের ক্ষমতায় তৃণমূল। কীভাবে? বুধবার ছিল শ্যামবল্লভপুর রাধাবল্লভপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু তৃণমূল ছা়ড়া আর কোনও রাজনৈতিক দলই মনোনয়নপত্র জমা দিতে পারেনি। ফলে সবকটি আসনেই জিতে গেলেন তৃণমূল প্রার্থীরাই। শুধু একটি নয়; এমন ১০টি সমবায়েই একই ছবি। 

এদিকে হাওড়ায় বালি সমবায় সমিতিতে একতরফা জয়ের পথে তৃণমূল। এখনও পর্যন্ত বিরোধী দলের কোনও মনোনয়ন জমা পড়েনি। ৬২টি আসনের জন্য ৮২ মনোনয়ন তুলেছে তৃণমূলই। ৩০ মে স্ক্রুটিনি ও ৩১ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট হওয়ার ২১ জুলাই। তবে বিরোধীরা মনোনয়ন না দেওয়ার সবকটি আসনে জিততে চলেছেন রাজ্যের শাসকদলই।

আরও পড়ুন:  BSF Jawan Purnam Shaw: খালি গায়ে তারকেশ্বরে মন্দিরে! দেখেই পুরোহিত বললেন, পূর্ণম নাকি! তারপর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More