Home> রাজ্য
Advertisement

আগরপাড়ায় খুন তৃণমূল কর্মী

আগরপাড়ায় খুন তৃণমূল কর্মী। মৃতের নাম কুটু দে। উষমপুর বটতলা এলাকার বাসিন্দা তিনি। গতকাল গভীর রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় তাঁকে পিছন দিক থেকে গুলি করে দুষ্কৃতীরা। লুটিয়ে পড়েন কুটু দে। আশঙ্কাজনক অবস্থায় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, পুরনো বিবাদের জেরেই খুন করা হয়েছে কুটু দে-কে।

আগরপাড়ায় খুন তৃণমূল কর্মী

ওয়েব ডেস্ক : আগরপাড়ায় খুন তৃণমূল কর্মী। মৃতের নাম কুটু দে। উষমপুর বটতলা এলাকার বাসিন্দা তিনি। গতকাল গভীর রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় তাঁকে পিছন দিক থেকে গুলি করে দুষ্কৃতীরা। লুটিয়ে পড়েন কুটু দে। আশঙ্কাজনক অবস্থায় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, পুরনো বিবাদের জেরেই খুন করা হয়েছে কুটু দে-কে।

আরও পড়ুন, শূন্যপদ ৬০০০, পরীক্ষার্থী ২৫ লাখ; চ্যালেঞ্জের মুখে নবান্ন!

আরও পড়ুন, ত্রিকোণ প্রেম: স্ত্রী-প্রেমিকের নিখুঁত প্ল্যানে খুন স্বামী

Read More