Home> রাজ্য
Advertisement

টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে উত্তপ্ত ঘাটাল কলেজ, মারধরে জখম বিধায়ক পুত্র

কলেজের সামনে লাঠি হাতে দাপিয়ে বেড়াতে দেখা যায় ছাত্রদের। দোকানেও ভাঙচুর চালানো হয়।

টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে উত্তপ্ত ঘাটাল কলেজ, মারধরে জখম বিধায়ক পুত্র

নিজস্ব প্রতিবেদন : টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে উত্তপ্ত ঘাটাল কলেজ। সংঘর্ষের জেরে আহত হয়েছেন ঘাটাল কলেজের সাধারণ সম্পাদক তুফান দলুই। আহত তুফান দলুই ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই।

টিএমসিপি ছাত্রদের অভিযোগ, তুফানের উপর হামলা চালিয়েছে এবিভিপি-র ছাত্ররা। তাঁদের অভিযোগ, বাইকে করে কলেজ আসছিলেন তুফান। সেইসময়ই তাঁকে ঘিরে ধরে এবিভিপি ছাত্ররা। মারধর করা হয় তাঁকে।

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে জড়িয়ে পড়ে এবিভিপি-টিএমসিপি দুপক্ষ। কলেজের সামনে লাঠি হাতে দাপিয়ে বেড়াতে দেখা যায় ছাত্রদের। দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন, বিশ্বকাপে দেশের হার! ধোনি আউট হতেই লুটিয়ে পড়লেন যুবক, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

প্রসঙ্গত, বুধবার বিকালেও ঘাটাল কলেজে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সংঘর্ষের জেরে ৫ এবিভিপি ছাত্র জখম হয় বলে অভিযোগ। গতকাল থেকেই পারদ চড়েছিল। আজকের সংঘর্ষ তারই ঘটনাক্রম বলছেন স্থানীয়রা।

Read More