মনোরঞ্জন মিশ্র: পারদ নামতেই শীতের আমেজ উপভোগ করতে পর্যটকদের ঢল নামল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। পর্যক আসছেন খোদ পুরুলিয়া জেলারই। তবে শুধু জেলার অধিবাসীদের মধ্যেই এটা সীমাবদ্ধ হয়ে নেই। পর্যটকেরা আসছেন জেলার বাইরে থেকেও।
জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকেও পর্যটকেরা পুরুলিয়ামুখী হয়েছেন। এই শীতে পাহাড়-জঙ্গল-বাঁধ-সরোবর ইত্যাদি নিয়ে বরাবরের মতো অপূর্ব রূপসী হয়ে উঠেছে লালমাটির দেশ আদি মানভূম, তথা পুরুলিয়া জেলা। সকালের কনকনে শীতের আমেজের মধ্য দিয়ে মনোরম এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছেন পর্যটকেরা।
আজ, বুধবার পুরুলিয়ার তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। বেশ কড়া শীত। এমত অবস্থায় শীতপ্রেমী, পর্যটনপ্রেমী, পুরুলিয়াপ্রেমী মানুষজন দক্ষিণবঙ্গের প্রান্তিক এই জেলায় ভিড় জমাচ্ছেন। সকলে পুরুলিয়ার পর্যটনস্থলগুলিতে এসে আনন্দ উপভোগ করছেন।
আরও পড়ুন: Bengal weather Today: ১০ ডিগ্রিতে নামবে তাপমাত্রা? শীতবৃষ্টির হাত ধরে তৈরি হবে 'কোল্ড-ডে' পরিস্থিতি!
এই মুহূর্তে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় পুরুলিয়ার তাপমাত্রা অনেকটাই কম। তাই শীতের মরশুমে পর্যটকদের মূল আকর্ষণ হয়ে দাড়িয়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ই। কুয়াশার চাদরে মোড়া সবুজ অরণ্যেঘেরা অযোধ্যা পাহাড়ের মনোরম পরিবেশ প্রাণভরে উপভোগ করছেন পর্যটকেরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)