Home> রাজ্য
Advertisement

আদিবাসী নাবালিকাকে ১২ জন মিলে গণধর্ষণ পাঁড়ুইয়ে

খালপাড়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় নির্যাতিতা কিশোরীকে।

আদিবাসী নাবালিকাকে ১২ জন মিলে গণধর্ষণ পাঁড়ুইয়ে

নিজস্ব প্রতিবেদন : বীরভূমে ফের গণধর্ষণ। এবার যৌন লালসার শিকার এক আদিবাসী নাবালিকা। ঘটনাস্থল পাঁড়ুইয়ের মহুলারা গ্রাম। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে জোরজবরদস্তি ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ১২ জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ।

জানা গেছে, শুক্রবার রাতে সাইকেল করে বাড়ি ফিরছিল ওই কিশোরী। সেইসময়ই তার রাস্তা আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা। জোর করে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় তারা। তারপর খালপাড়ে তাকে গণধর্ষণ করে অভিযুক্তরা। এদিকে দীর্ঘক্ষণ ওই কিশোরীর কোনও খোঁজ না পেয়ে, পুলিসে খবর দেয় পরিবার। এরপরই শুরু হয় খানাতল্লাসি।

আরও পড়ুন, প্রেম-বিয়ের প্রস্তাব না মানতেই সহপাঠী কিশোরীর শ্লীলতাহানি কিশোরের, পরিণতি মর্মান্তিক

খালপাড়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় নির্যাতিতা কিশোরীকে। এই ঘটনায় গ্রামেরই ১২ জনের  বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করে ওই কিশোরীর পরিবার। ইতিমধ্যেই ৬ অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিস। গুরুতর জখম অবস্থায় ওই কিশোরী বোলপুর মহকুমা হাসাপাতালে চিকিত্সাধীন।

Read More