নিজস্ব প্রতিবেদন: ফের রক্তাক্ত চোপড়া। অভিযোগ বিজেপি করায় সমর্থদের ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে৷ ঘটনায় উত্তপ্ত এলাকা। অভিযোগ রবিবার সাতসকালেই তৃণমূল কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বিজেপি সমর্থকদের ওপর। ঘটনার দু জন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছে বলে খবর। আহত মহম্মদ ইব্রাহিম ও মহম্মদ হাকিমুদ্দিনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: পড়শি যুবকের সঙ্গে অবাধ মেলামেশা গৃহবধূর, পরিণতি হল ভয়ঙ্কর
অভিযোগ, গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার চালায় এই দুই কর্মী। সেই রোশের কারণেই তাঁদের ওপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও। এর আগেও তাঁরা নানা ভাবে হুঁশিয়ারি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। তৃণমূল প্রধানের স্বামী হামিদুল রহমানের নেতৃত্বেই এই ঘটনা বলে অভিযোগ। যদিও হামিদুল রহমান অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, রাজনৈতিক সংঘর্য নয়, জমির দখল নিয়ে এদিন পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।
এলাকায় উত্তেজনা অব্যাহত। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন হয়েছে চোপড়া থানার পুলিস।