বরুণ সেনগুপ্ত: ফের কুকীর্তি ফাঁস ছাত্রনেতা (TMCP) শুভরঞ্জন সিংয়ের। অশোক স্তম্ভ এবং রেলের অফিসার পোস্ট লাগিয়ে ভিজিটিং কার্ড বিতরণ। ঘটনা সামনে আসতেই রেলের নিরাপত্তার কথা মাথায় রেখে দেশের জন্য রেল মন্ত্রীকে চিঠি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। এবার অশোক স্তম্ভ লাগিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে রেলের রিক্রুটমেন্ট প্যানেল রিক্রটার হয়ে গেলেন। শুভরঞ্জনের ভিজিটিং কার্ডে একদিকে অশোক স্তম্ভের ছবি, আর একদিকে নামের তলায় রেলের রিক্রুটমেন্ট প্যানেল রিক্রুটার পদ লেখা!
পুরো ভুয়ো রেল বোর্ডের রিক্রুটার ভিজিটিং কার্ড ছাপিয়ে দেদার এই ভিজিটিং কার্ড কতজনের হাতে পৌঁছেছে আর কতজন এই ফেরেপবাজের পাল্লায় পড়েছে তা এখনও জানা নেই। তবে রেলের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি সরাসরি রেল মন্ত্রী অশ্বনি বৈষ্ণবকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন এই ভুয়ো নথি তদন্তের জন্য। এমনকি CBI তদন্তের ও দাবি জানিয়েছেন রেল বোর্ডকে।
Serious Complaint @WBTMCPofficial leader Subharanjan Singh (close to MPs @abhishekaitc & @ParthaAITC) is fraudulently posing as “Panel Recruiter, Eastern Railway”, using the National Emblem, Railway logo & fake documents to extort ₹50,000–₹2.5 lakh from job seekers!… pic.twitter.com/ZYl0v1sYNJ
— Arjun Singh (@ArjunsinghWB) July 10, 2025
এই ভুয়ো রেলের নথি দেখিয়ে মোটা টাকা প্রতারণার ছক তৃণমূলের এই ছাত্রনেতার। দাবি CPIM নেত্রি গার্গী চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, তৃণমূল মানেই তোলাবাজি। আর সেই তোলাবাজি করতেই এই ভুয়ো নথি ছাপিয়ে সর্বত্রই ছড়াচ্ছে শুভরঞ্জন সিং। এর আগে শুভরঞ্জন সিংয়ের প্যাডে আধার কার্ডের রেট চার্ট ভাইরাল হয় ! শুধু তাই নয় তাঁর প্যাডে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্টেরও রেট চার্ট। এই ভাইরাল ছবি ঘিরে তোলপাড়। খবর পেয়েই, স্বরাষ্ট্র দফতরে নালিশ করেন অর্জুন সিং।
উত্তর ২৪ পরগনার ছাত্র পরিষদের নেতা শ্যামনগরের শুভরঞ্জন সিং ফলাও করে তার নিজের প্যাডে লিখেছেন- জন্ম সার্টিফিকেট ১০০০০/-, রেশন কার্ড -১০০০০/-এবং ভোটার কার্ড ২০০০০/-,কাস্ট সার্টিফিকেট -২৫০০০/-, রেশিডেশিয়াল ও ইনকাম সার্টিফিকেট ১৫০০০/-, EWS ৩০০০০/- ,পাসপোর্ট ও পুলিস ভ্যারিফিকেশন ১০০০০০০/-। আর এই রেট চার্ট ধার্য্য করেছেন শুভরঞ্জন সিং তাঁর নিজস্ব প্যাডেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)