নিজস্ব প্রতিবেদন: মোবাইল কেনার জন্য টাকা চাই। সেই টাকা রোজগারের তাগিদে শেষ পর্যন্ত স্কুলের হস্টেল থেকে পালাল নবম শ্রেণির দুই আবাসিক পড়ুয়া। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডেবরার সত্যপুর গ্ৰাম পঞ্চায়েতের আলোককেন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
জানা গিয়েছে, ঘটনার দিন বিকেলে হস্টেলের সামনের বাজারের জামা-প্যান্ট সেলাই করতে গিয়েছিল দুই পড়ুয়া। এরপর সন্ধ্যায় হস্টেলে নাম ডাকার সময় দেখা যায়, ওই দুই পড়ুয়া নেই। বিষয়টি বুঝতে পেরে, বিদ্যালয় কর্তৃপক্ষ দুই পড়ুয়ার অভিভাবকদের খবর দেয়। বৃহস্পতিবার দুই পড়ুয়ার অভিভাবকরা ডেবরায় পৌঁছন। এরপর তাঁরা থানায় যান। সেখানে পৌঁছে যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সহ আরও কয়েকজন শিক্ষক। অভিযোগ দায়ের করার উদ্যোগ নেওয়া হয়।
তখনই গোটা ঘটনা নাটকীয় মোড় নেয়। এক ছাত্রের বাবার ফোনে হঠাৎ ফোন আসে। এক পলাতক ছাত্র ফোন করে। সে মায়ের সঙ্গে কথা বলতে চায়। উদ্বিগ্ন মা ফোন ধরতেই, ছেলে জানায় তাকে আপাতত না খুঁজতে। আর থানায় কোনও অভিযোগ দায়ের না করতে। বরং মাকে আশ্বস্ত করার সুরে সে বলে, বর্তমানে সে একটা দোকানে কাজ নিয়েছে। দু'মাস কাজের পর যা রোজগার হবে, তা দিয়ে একটা নতুন ফোন কনবে সে।
এরপর ফোনের টাওয়ার লোকেশন বের করে, দুই পড়ুয়াকে উদ্ধার করার চেষ্টা শুরু করে ডেবরা থানার পুলিস।
আরও পড়ুন: Jalpaiguri Minor Girl Rape: টিভি দেখতে বাড়িতে ডাক! ভয় দেখিয়ে নাবালিকার চরম 'সর্বনাশ' করল যুবক