Home> রাজ্য
Advertisement

Sevak Coronation Bridge: ভেঙে পড়ছে সেবকের করোনেশন ব্রিজ! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় তোলপাড়...

Coronation Bridge Collapse: অনেকেই সত্য মিথ্যা যাচাই করতে শুরু করে। খোঁজ নিতে শুরু করেন বিভিন্ন মাধ্যমে

Sevak Coronation Bridge: ভেঙে পড়ছে সেবকের করোনেশন ব্রিজ! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় তোলপাড়...

অরূপ বসাক: সেভকের তিস্তা নদীর উপর ঐতিহ্যবাহী করোনেশন সেতু ভেঙে পড়েছে। এআই প্রোগ্রামের মাধ্যমে এরকমই একটি ভিডিয়োয় তোলপাড় ডুয়ার্সের বিভিন্ন এলাকা। অনেকেই সত্য মিথ্যা যাচাই করতে শুরু করে। খোঁজ নিতে শুরু করেন বিভিন্ন মাধ্যমে। সত্যি ভেঙ্গে পড়েছে কিনা তা নিয়ে ফোন শুরু হয়ে যায়। 

করোনেশন সেতু রক্ষা করা নিয়ে বহু আন্দোলন করেছেন মালবাজারের ফোরাম অফ ডুয়ার্স সোশ্যাল রিফর্মের সম্পাদক চন্দন রায়।  তিনি জানান, ওই ভিডিয়ো দেখার পরে বিস্মিত হয়ে যাই। কীভাবে ওই ভিডিয়ো পোস্ট করা হয় যেখানে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। এই জাতীয় পোষ্টের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। রাতেই আমরা থানার সঙ্গে যোগাযোগ করি। পরে আমাদের একজন সদস্য দেবজিৎ সরকার লিখিতভাবে জেলা পুলিস সুপারের কাছে অভিযোগ করেন। 

আরও পড়ুন-ফাঁ*সি আপাতত স্থগিত! কেরালার নার্স নিমিশার প্রাণ বাঁচাতে ইয়েমেনে বৈঠকে ভারতের এই মুফতি

আরও পড়ুন-নিম্নচাপের বর্ষণে নাজেহাল শহর, ৫ জেলায় চলবে বৃষ্টি, দুর্যোগ কাটবে কবে?

চন্দন রায় আরো জানান, এরকম এআই ভিডিও পোস্ট করাটা উচিত নয়। অনেকে বাস্তব মনে করে ভুল করে ফেলবেন। এরকম করা ঠিক নয়। অনেকেই মনে করছেন সেবক ব্রিজের কী হল। যারা ওই ভিডিয়ো শেয়ার করছেন তারা তা শেয়ার করবেন না। এতে বিভ্রান্তি ছড়াবে। ব্রিজটি হেরিটেজ তকমা পাওয়া ব্রিজ। তাই এরকম ভিডিয়ো ছড়ানো থেকে সতর্ক থাকুন। 

এই বিষয় নিয়ে  পুলিশ প্রশাসন সুত্রে  জানা গেছে, এইরকম একটা ভিডিও পোস্ট হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আমরা সনাক্ত করার পর ওই ব্যক্তি ভিডিও ডিলিট করে দিয়েছে। তদন্ত চলছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More