ই গোপী: গ্রামে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৩ দিনের মাথায় অবশেষে পাট্টা পেলেন স্থানীয় বাসিন্দারা। কতজন? ২০৯। ঘটনাস্থল, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর।
স্থানীয় সূত্রে খবর, খড়গপুর গ্রামীণ এলাকার মাতকাতপুর গ্রামে সেচ দফতরের জমিতে বাস করে কয়েকশো পরিবার। অথচ তাঁদের কাছে জমি পাট্টা নেই! কেন? গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনকে বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি। সময় লাগল মাত্র ১৩ দিন। কয়েক প্রজন্ম ধরে বসবাস করার পর, এবার জমির পাট্টা মিলল।
কীভাবে? সেদিন পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি জনসভায় যোগ দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ ফ্রেরুয়ারি আচমকাই পূর্ব নির্ধারিত 'রুট' বদলে খড়গপুরের মাতকাতপুর গ্রামে ঢুকে পড়েন তিনি। অভিষেককে গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে বসবাস করছেন সেচ দফতরের জমিতে। কিন্তু জমির পাট্টা পাননি এখনও।
Nat'l Gen Sec Shri @abhishekaitc interacted with the local residents of Matkatpur village today.
— All India Trinamool Congress (@AITCofficial) February 4, 2023
Lending an ear to the concerns of people, he assured them of his support at all times.
Our primary focus shall always be the welfare of people, and for that, we shall strive! pic.twitter.com/ttiJQ3uF3M
মাতকাতপুর গ্রাম থেকেই সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন অভিষেক। গ্রামবাসীদের পাট্টা দেওয়ার বিষয়টি গুরত্ব দিয়ে দেখার জন্য অনুরোধ করেন মন্ত্রী। ফলও মিলল হাতেনাতেই। এদিন খড়গপুর গ্রামীণ থানা এলাকায় বিডিও অফিস থেকে পাট্টা দেওয়া হল মাতকাতপুর গ্রামে ২০৯ জন বাসিন্দা।
জমি পাট্টা পেয়ে খুশি মালকাতপুরের গ্রামের মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।