Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: অপেক্ষা শেষ, দক্ষিণে এবার ঢুকবে বর্ষা! অতিভারী বৃষ্টিতে ভাসবে উত্তর...

West Bengal Weather Update: শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃষ্টি কমলেই ফের আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে, দক্ষিণে বর্ষা প্রবেশের আগেই অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। 

Bengal Weather Update: অপেক্ষা শেষ, দক্ষিণে এবার ঢুকবে বর্ষা! অতিভারী বৃষ্টিতে ভাসবে উত্তর...

অয়ন ঘোষাল: অবশেষে ঘটতে চলেছে অপেক্ষার অবসান। আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। ১৬ অথবা ১৭ই জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে কাঙ্খিত বৃষ্টি পেতে জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দক্ষিণবঙ্গকে। 

দক্ষিণে বর্ষা প্রবেশের আগেই অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। কিছুটা ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। 

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবেন মেষ, শারীরিক সমস্যা দেখা দিতে পারে কর্কটের...

আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃষ্টি চলাকালীন সাময়িক স্বস্তি। বৃষ্টি থেমে গেলেই গরম ও অস্বস্তি বহাল থাকবে। বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা শনিবারের পর বাড়বে। রবিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। 

সোমবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। 

মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। বাকি দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 

উত্তরবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে আজ সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি জেলাতে। 

আরও পড়ুন:Miracle Survivor of Ahmedabad Plane Crash: অবিশ্বাস্য! বিমান দুর্ঘটনার মারণ আগুন থেকে কী আশ্চর্য ভাবে বেরিয়ে এলেন বিশ্বাসকুমার...

শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।

কলকাতায় আজ বিকেলের পর যেকোনও সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টির সময়টুকু স্বস্তি। বৃষ্টি কমলেই ফের আর্দ্রতাজনিত অস্বস্তি। অস্বস্তিকর পরিস্থিতি রাতেও। কালকের পর তাপমাত্রা কিছুটা পতনের পূর্বাভাস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More