Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: বেলা বাড়লে বইবে লু! কবে পরিবর্তন হবে আবহাওয়া? বৃষ্টির বড় আপডেট...

West Bengal Weather: দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। বেলা বাড়লে লু এর মতো উষ্ণ শুষ্ক হওয়া বইতে পারে। আগামী সপ্তাহের বুধ-বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে দক্ষিণে। 

Bengal Weather Update: বেলা বাড়লে বইবে লু! কবে পরিবর্তন হবে আবহাওয়া? বৃষ্টির বড় আপডেট...

অয়ন ঘোষাল: আজ থেকে উত্তরবঙ্গে(North Bengal) ও বৃষ্টির(Rain) পরিমাণ ও ব্যাপকতা কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা(Temperature) বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। কাল রবিবার শুষ্ক আবহাওয়া থাকবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে।

আবহাওয়ার ত্রহ্যস্পর্শে 
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু, বঙ্গোপসাগরের জলীয় বাষ্প এবং পশ্চিম ভারতের উষ্ণ লু এর মতো শুষ্ক বাতাসের সংঘাত। এরমধ্যে আগামী ৩ থেকে ৪ দিন পশ্চিমের হাওয়ার দাপট বেশি থাকবে বলে পূর্বাভাস। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

আজ শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়ার প্রভাব বাড়বে। বিশেষত কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বেলা বাড়লে লু এর মতো উষ্ণ শুষ্ক হওয়া বইতে পারে। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: আইনি বিষয়ে ধৈর্য ধরুন বৃশ্চিক, ভাগ্যের জোরে সফলতা কুম্ভের...

আগামী সপ্তাহের বুধ-বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে দক্ষিণে। আবার তৈরি হবে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি। তার আগে পর্যন্ত অসহনীয় কষ্টদায়ক পরিস্থিতি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। 

পরপর পশ্চিমী ঝঞ্জায় গরম হওয়ার প্রভাব বাড়ছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে এবং পূর্বের বেশ কিছু রাজ্যে। মৌসুমী অক্ষরেখা দুর্বল হচ্ছে। আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না। বরং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম অন্ততঃ আগামী ৩ থেকে ৪ দিন। 

কলকাতায় পরপর দুই রাত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির কোনো রেশ সকালের পর থাকছে না। কারণ সেই উত্তর পশ্চিমের উষ্ণ হাওয়া। রবি সোমবারের মধ্যে কলকাতার দিন ও রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। কার্যত একই অবস্থা থাকতে পারে মঙ্গল বুধবার। তারপর পরিস্থিতি কিছুটা পাল্টাতে পারে। আবার তৈরি হতে পারে বৃষ্টির সম্ভবনা। 

আরও পড়ুন:Uttar Pradesh: বাঁদর তাড়াতে বাবা ছুঁড়ল কুড়ুল! কাটা পড়ল একরত্তি সন্তানের গলা...

মৌসুমী বায়ু রাজ্যের উত্তর অংশে ঢুকেই রীতিমতো দুর্বল। এই মুহূর্তে কোনো অনুঘটক না মেলায় দক্ষিণের দিকে মৌসুমী বায়ু কবে অগ্রসর হবে তা অনিশ্চিত। ১২ জুনের আগে পরিস্থিতি রদবদলের সম্ভবনা কম। জুনের তৃতীয় সপ্তাহে মৌসুমী বায়ু ফের দক্ষিণবঙ্গের দিকে এগোতে পারে এবং কিছুটা বৃষ্টি বাড়াতে পারে বলে এখনও পর্যন্ত অনুমান।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More