Home> রাজ্য
Advertisement

WB Assembly Election 2021: স্বামীকে খুন করেছে দলেরই নেতা, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই দাবি নিহত BJP কর্মীর স্ত্রীর

বিক্ষোভের মধ্যে তাল কাটে নিহত পাতিহার ডোমের স্ত্রীর দাবিতে

WB Assembly Election 2021: স্বামীকে খুন করেছে দলেরই নেতা, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই দাবি নিহত BJP কর্মীর স্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: বিজেপির কর্মীর মৃত্যুকে ঘিরে বিপাকে গেরুয়া শিবির। স্বামীর মৃত্যুর পেছনে দলের নেতার ভূমিকা রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করে বসলেন দুবরাজপুরে নিহত বিজেপি কর্মীর স্ত্রী। তাঁর অভিযোগের তির স্থানীয় বিজেপির বুথ সভাপতি দুলাল ডোমের বিরুদ্ধে।

আরও পড়ুন-উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে ইভিএম উদ্ধার, ঘটনায় সাসপেন্ড এসআই ও ৩ হোমগার্ড

মঙ্গলবার সকালে বীরভূমের দুবরাজপুরের(Dubrajpur) লোবা গ্রাম পঞ্চায়েতের ফকিরবেরা গ্রামে পাতিহার ডোম নামে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলই খুন করেছে তাদের কর্মীকে। এমনকি দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতেও শুরু করে বিজেপি সমর্থকরা। পুলিস অবরোধ হঠাতে এলে পুলিসের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। পুলিসকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর, ইট। পরিস্থতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটা পুলিস। ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিস ও বিক্ষোভকারী।

আরও পড়ুন-দিদির চিঠিই বলে দিচ্ছে বিদায় নিচ্ছে তৃণমূল, কটাক্ষ স্মৃতি ইরানির  

এদিকে বিক্ষোভের মধ্যে তাল কাটে নিহত পাতিহার ডোমের স্ত্রীর দাবিতে। পাতিহারের স্ত্রী জয়শ্রী ডোমের দাবি তাঁর স্বামীকে খুন করেছে দুলাল ডোম। তাঁর আরও দাবি,  গতকাল বিজেপির একটি বৈঠক হয়। সেখানেই পাতিহারকে দল থেকে বের করে দেওয়ার হুমকি দেন বিজেপি বুথ সভাপতি দুলাল ডোম। রাতে পাতিহার বলে, দুলাল ডাকছে। একটু দেখা করে আসছি।  এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ সকালে মাঠে এক পুকুরের কাছে তার মৃতদেহ উদ্ধার হয়।

Read More