Home> রাজ্য
Advertisement

WB Assembly Election 2021: ১৯, ২০ তারিখ নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা, মাসের শেষেই প্রচার নেত্রীর

কারণ হিসেবে জানা গিয়েছে, পায়ের চোটের কারণে দোতলার বাড়িতে উঠতে পারবেন না তিনি। নন্দীগ্রামের আগে অবশ্য জেলায় একাধিক কর্মসূচি রয়েছে মমতার। 

WB Assembly Election 2021: ১৯, ২০ তারিখ নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা, মাসের শেষেই প্রচার নেত্রীর

নিজস্ব প্রতিবেদন: ১৯ এবং ২০ মার্চ নন্দীগ্রাম যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরসূচির পরিবর্তন হয়েছে। তৃণমূল সূত্রে খবর, ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। তার আগে শেষবেলায় প্রচারে গিয়ে ঝড় তুলতে চাইছেন তৃণমূল নেত্রী। সেক্ষেত্রে ২৯ ও ৩০ মার্চ নন্দীগ্রামে জনসভা করতে চাইছেন মমতা। কারণ হিসেবে জানা গিয়েছে, পায়ের চোটের কারণে দোতলার বাড়িতে উঠতে পারবেন না তিনি। নন্দীগ্রামের আগে অবশ্য জেলায় একাধিক কর্মসূচি রয়েছে মমতার। 

আরও পড়ুন: WB Assembly Election 2021: আগে মারত CPM; এখন মারে BJP, গোপীবল্লভপুর বিস্ফোরক Mamata

কবে কোথায় দেখে নিন

২২ মার্চ বাঁকুড়া ইন্দাসে জনসভা

২৩ মার্চ বাঁকুড়া বিষ্ণুপুর অথবা সোনামুখীতে জনসভা

২৪ ও ২৫ মার্চ পুরুলিয়ায় জনসভা

২৯ মার্চ নন্দীগ্রামে ১-এ জনসভা

৩০ মার্চ নন্দীগ্রাম ২-এ জনসভা

Read More