Home> রাজ্য
Advertisement

WB assembly election 2021: 'এখন আর ইনশাল্লাহ বলছেন না', Mamata-কে 'ভেজাল হিন্দু' কটাক্ষ Suvendu-র

পদবী নিয়েও কটাক্ষ তৃণমূল সুপ্রিমোকে।

WB assembly election 2021: 'এখন আর ইনশাল্লাহ বলছেন না', Mamata-কে 'ভেজাল হিন্দু' কটাক্ষ Suvendu-র
নিজস্ব প্রতিবেদন: ' ভেজাল হিন্দু। পদবিটা বন্দ্যোপাধ্যায় হলে নিজেকে হিন্দু বলতে হচ্ছে কেন?' নন্দীগ্রামে (Nandigram) বিজেপি-র (BJP) কার্যালয় উদ্বোধন করে  মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এবার পাল্টা খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কটাক্ষ, 'এখন উনি আর ইনশাল্লাহ বলছেন না। বন্ধ করে দিয়েছেন। এখন শুধু হিন্দু ধর্ম বোঝেন। আমার ধর্ম তো মানবতার ধর্ম'। 
 
একুশের ভোটে (WB assembly election 2021) ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রাম। গতকাল কর্মিসভার পর বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। পুজো দিয়েছেন একাধিক মন্দিরে, গিয়েছেন মাজারেও। এদিন যখন হলদিয়ায় (Haldia) গিয়ে মনোনয়নপত্র পেশ করলেন তৃণমূলনেত্রী, তখন বিজেপির কার্যালয়ে উদ্বোধন করতে নন্দীগ্রামে (Nandigram) হাজির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একের অপরের মুখোমুখি হননি বটে, তবে প্রায় কাছাকাছি সময়ে 'আন্দোলনে মাটি'তে যুযুধান দুই প্রার্থী। চলল চাপানউতোর। 
 
আরও পড়ুন: Nandigram-কে ভুলতে পারি না, মনোনয়ন পেশ করে বললেন Mamata
 
জানুয়ারিতেই তেখালি জনসভায় প্রথম নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ইচ্ছাপ্রকাশ করেন মমতা। প্রার্থীতালিকা ঘোষণার পর গতকাল প্রথম নিজের নির্বাচনী কেন্দ্রে পা রাখেন তিনি। নন্দীগ্রামে বাসস্ট্যান্ডের কর্মিসভা করে বিজেপি চ্যালেঞ্জ ছোঁড়েন, ‘আমার সঙ্গে হিন্দু কার্ড খেলতে আসবেন না।’ এরপরই তৃণমূল সুপ্রিমো আহ্বান, 'কি, আমার সঙ্গে হিন্দুত্ব নিয়ে প্রতিযোগিতা করবেন নাকি!’ শুধু এটুকু বলে থেমে থাকেননি, মঞ্চে বাইক হাতে চণ্ডীপাঠ করতে দেখা যায় মমতাকে।  
 
আরও পড়ুন: WB assembly election 2021 : টিকিট ক্ষোভে 'বেসুরো' পশ্চিম মেদিনীপুরের দাপুটে TMC নেতা
 
মমতার যেখানে কর্মিসভা করেছিলেন, এদিন সেখানে পাল্টা মিছিল করেন শুভেন্দু। নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের কাছে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।  এলাকার প্রাক্তন বিধায়কের দাবি, মঙ্গলবার স্থানীয় জানকীনাথ মন্দিরে চটি পরে প্রণাম করেছেন মমতা। এরপরই পুরনো দলের নেত্রীকে 'ভেজাল হিন্দু' বলে কটাক্ষ করে তিনি বলেন, 'নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও অবদান নেই। এখানকার কোথাও কী আছে তারও কিছুই জানেন না উনি'।
Read More