নিজস্ব প্রতিবেদন: পঞ্চম দফাতেও অব্যাহত ভোট হিংসা। কামারহাটিতে বেলঘরিয়া ব্রিজের সামনে বিজেপি প্রার্থী রাজু বন্দোপাধ্যায়ের (Raju Banerjee) গাড়িতে হামলার অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে আচমকাই ইঁট ছোড়ার অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন তিনি।
'ভাড়া করা গুন্ডা নিয়ে এসেছেন মদন মিত্র (Madan Mitra)। আমি নন্দনগর যাচ্ছিলাম। হঠাত্ই বাইকে করে দুই যুবক এসে গাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়ে। বোম ছোড়ে। আমি প্রথমদিন থেকে বলবে আসছি মদন মিত্র এখানে অসামাজিক কাজকর্ম করছেন। ভয় দেখিয়ে আটকানো যাবে না। হেরে গেছে তাই ভয় পেয়েছে। এভাবে কামারহাটি জেতা যাবে না', সরাসরি কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের বিরুদ্ধে অভিযোগ রাজুর।
আরও পড়ুন: WB Assembly Election 2021: ভোট না থাকলেও অশান্তি গোঘাটে, গুলিবিদ্ধ BJP-র আইটি সেলের ইনচার্জ
গাড়ির উপর হামলায় আহত হন বিজেপি প্রার্থী। বাদামতলা এলাকায় বেলঘরিয়া ব্রিজের সামনে যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পরে পুলিস আসে। 'এত গুন্ডামি হচ্ছে কেউ গ্রেফতার হচ্ছে না। আমাকেই গ্রেফতার করুন। আমার প্রাণসংশয় ছিল। আমার নিরাপত্তা লাগবে না। বারবার অভিযোগ সত্ত্বেও আপনারা কিছুই করছেন না।' পুলিসকে উদ্দেশ্য করে বললেন রাজু বন্দোপাধ্যায়।