Home> রাজ্য
Advertisement

WB Madhyamik Results 2022: 'মা খুব গাইড করেছে,' কোন রুটিনে পড়ে মাধ্যমিকে প্রথম অর্ণব?

অর্ণবও ভবিষ্যতে ডাক্তার হতে চায়। কারণ দেশে ডাক্তার খুব কম। 

WB Madhyamik Results 2022: 'মা খুব গাইড করেছে,' কোন রুটিনে পড়ে মাধ্যমিকে প্রথম অর্ণব?

মৃত্যুঞ্জয় দাস : চলতি বছর মাধ্যমিকের রেজাল্টে (WB Madhyamik Results 2022) ফের জেলার জয়জয়কার। করোনাকালের পর প্রথম অফলাইন বড় পরীক্ষা। আর তাতে সাফল্যের শিখরে জেলা। কলকাতা রয়েছে চতুর্থ স্থানে। চলতি বছর মাধ্যমিকে যুগ্ম প্রথম (WB Madhyamik First) হয়েছে বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই (Arnab Gharai) ও পূর্ব বর্ধমানের সিএমএস স্কুলের রৌণক মন্ডল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩। 

মাধ্যমিকে প্রথম হয়ে বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব ঘড়াই জানাল, "খুব ভালো লাগছে। ভাবিনি এতটা হবে। মা আমায় খুব গাইড করেছে। কোনওকিছুর উপর কোনওদিন জোর দিইনি।" পাশাপাশি অর্ণব আরও জানিয়েছে, ভালো রেজাল্ট করতে স্কুল তাকে খুব সাহায্য করেছে। কোন রুটিনে পড়ে এত ভালো রেজাল্ট? উত্তরে অর্ণব বলে, "প্রথমে বিষয়ভিত্তিক পড়েছি। তারপর প্রশ্নোত্তর অনুশীলন করেছি।" আগামীদিনে মাধ্যমিক পরীক্ষার্ধীদের জন্যও অর্ণবের সাজেশন, "প্রথমে টেক্সট বুক ভালো করে পড়তে হবে। তারপর নিজে নিজে উত্তর লেখা প্র্যাকটিস করতে হবে।" সিলেবাসের বইয়ের বাইরে গিয়ে অন্য বই পড়ার কথাও বলে বাঁকুড়ার কৃতী ছাত্র।

রৌণকের মত অর্ণবও ভবিষ্যতে ডাক্তার হতে চায়। কারণ দেশে ডাক্তার খুব কম। তাই ডাক্তার হয়ে মানুষের চিকিৎসা করতে চায় সে। শুক্রবার মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ হতেই কৃতী অর্ণবকে নিয়ে খুশির জোয়ারে ভাসছেন স্কুলের সকল শিক্ষক থেকে পড়ুয়ারা। স্নেহের অর্ণবকে তার সাফল্যে অনেক শুভেচ্ছা জানাচ্ছে Zee ২৪ ঘণ্টা ডট কমও। ভবিষ্যৎ জীবনে তার আরও সাফল্য ও সুস্থ জীবন কামনা করছে। 

আরও পড়ুন, WB Madhyamik Results 2022: 'রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয়', গান গেয়ে শোনাল মাধ্যমিকে প্রথম রৌণক, লক্ষ্য ডাক্তার হওয়া

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

Read More