Home> রাজ্য
Advertisement

সরে গেছে নিম্নচাপ, আবহাওয়ার উন্নতির পূর্বাভাস আলিপুরের

সরে গেছে নিম্নচাপ, আবহাওয়ার উন্নতির পূর্বাভাস আলিপুরের

ওয়েব ডেস্ক: টানা বৃষ্টির পর এ বার দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিচ্ছে আলিপুর। ঝাড়খণ্ডের দিকে সরে গেছে নিম্নচাপ। নতুন করে রাজ্যে এই নিম্নচাপের আর সক্রিয় হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে হাওয়া অফিস। তবে, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিও হবে। বৃষ্টি হবে উত্তরেও। তবে, ভারি বর্ষণের পূর্বাভাস নেই।

প্রসঙ্গত, নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গোদের ওপর বিষফোঁড়ার মতো ডিভিসির ছাড়া বিপুল জল চিন্তা বাড়িয়েছে বিভিন্ন জেলার। আরামবাগ শহরের বেশকিছু এলাকা নতুন করে জলমগ্ন। তিলডাঙা, মনসাতলা, কালীপুর, সাজিডাঙা সহ বেশকিছু নিচু এলাকা জলমগ্ন। ৮০টি বাড়ি জলের তলায়। শুরু হয়েছে ত্রাণ বিলির কাজ। (আরও পড়ুন- চিন্তা বাড়াচ্ছে পাশের রাজ্য ঝাড়খণ্ডের অতিবৃষ্টি)

Read More