Home> রাজ্য
Advertisement

WB Weather Update: মার্চের শুরুতেই হাড় জ্বালানো গরম! তাপমাত্রা ছোঁবে...

Weather Update: মার্চ মাসের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পৌঁছতে পারে। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আর নেই। 

WB Weather Update: মার্চের শুরুতেই হাড় জ্বালানো গরম! তাপমাত্রা ছোঁবে...

অয়ন ঘোষাল: হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। আগামী সপ্তাহের মঙ্গলবারে ফের বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। ক্রমশ তাপমাত্রা বাড়বে। সপ্তাহের শেষে মার্চ মাসের শুরুতেই তিন/চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।

সিস্টেম
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ২ মার্চ। রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গে
আজ সকালে কুয়াশার সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। মূলত পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আর নেই। ক্রমশ বাড়বে তাপমাত্রা। উইকেন্ডে জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে। মার্চের শুরুতেই কলকাতাতে তাপমাত্রা ৩৩/৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। ভালরকম গরম অনুভূত হবে আগামী সপ্তাহে।

উত্তরবঙ্গ
দার্জিলিঙ ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আজ হালকা তুষারপাতের সামান্য সম্ভবনা। আজ শুক্রবার বাড়বে বৃষ্টি। বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলায়। পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতে।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: ব্যক্তিগত বিষয়ে সতর্ক থাকুন কর্কট, সাফল্যের সম্ভাবনা তুঙ্গে সিংহের...

কলকাতা
স্বাভাবিকের ওপরে উঠল কলকাতার তাপমাত্রা। আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পৌঁছতে পারে মার্চের প্রথম সপ্তাহে।

কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে ২২.২ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯৪ শতাংশ।

ভিনরাজ্যে
অতিভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায় জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফরাবাদ, উত্তরাখান্ড ও হিমাচল প্রদেশে। ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকালে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে রাজধানী দিল্লিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, সিকিম, কেরালা মাহে, তামিলনাডু, পন্ডিচেরি, করাইকালে। গুজরাট ও কর্ণাটক গরম ও অস্বস্তিকর আবহাওয়া। কোঙ্কন ও গোয়া, কর্ণাটক, কেরল মাহেতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More