Home> রাজ্য
Advertisement

অকাল বৃষ্টিতে ভাসছে রাজ্য, ব্যাপক ক্ষতির আশঙ্কায় আলু চাষীরা

ছুটির দিন হওয়ায় রাস্তা ঘাট একেবারেই ফাঁকা। বৃষ্টির জেরে নেমেছে তাপমাত্রার পারদও। 

অকাল বৃষ্টিতে ভাসছে রাজ্য, ব্যাপক ক্ষতির আশঙ্কায় আলু চাষীরা

নিজস্ব প্রতিবেদন: গরম এখনও পড়েনি। বরং সকাল থেকেই আকাশ কালো। ৩ জেলায় মুষল ধারে বৃষ্টি। গতকাল বিকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল বাঁকুড়ার আকাশ।  আজ রবিবার ভোর থেকে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি।  বসন্তের বৃষ্টিতে বেসামাল জনজীবন। ছুটির দিন হওয়ায় রাস্তা ঘাট একেবারেই ফাঁকা।  বৃষ্টির জেরে নেমেছে তাপমাত্রার পারদও। 

আরও পড়ুন: করোনা আতঙ্কের মধ্যে এপ্রিলে পুরভোট কি হচ্ছে?

শীত বিদায়ের পরেও ফের শীতের আমেজ। বৃষ্টি হচ্ছে দুর্গাপুরেও। ছুটির দিন থাকায় রাস্তা ফাঁকা। ছাতা নিয়েই বাজারহাট সারছেন বাসিন্দারা। বেলা বাড়তেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও ভাতারে। অসময়ে বৃষ্টিতে সমস্যায় পড়েছেন এলাকার আলুচাষীরা। আলু তোলার মরসুমে এই অসময়ের বৃষ্টি চিন্তা বাড়িয়েছে চাষিদের।

Read More