বিধান সরকার: মুম্বইতে গিয়ে রহস্যমৃত্যু চুঁচুড়ার যুবতীর! কিছুদিন আগে মুম্বইয়ের একটি যোগা আশ্রমে গিয়েছিল চুঁচুড়া কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী। সেখানে একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী আজ ভোরে মুম্বইয়ের উদ্দেশ্য রওনা দেন। যুবতীর মৃত্যুর খবরে কারবালায় শোকের ছায়া।
এ বিষয়ে চুঁচুড়া পুরসভার স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, 'আমাদের পাড়ার মেয়ে সঙ্গীতা। সে খুব ভালো গান বাজনা করত। আমাদের পাড়ার বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিল। শুনেছি সে মুম্বইতে একটি যোগা আশ্রমে গিয়েছিল। মুম্বইতে তাঁর আত্মীয় রয়েছে বলে জানি। তারাই খবর দেয়। আজ এই খবরটা শুনলাম, খুবই মর্মান্তিক এই ঘটনা। বাঁধের জলে পরে মৃত্যু হয়েছে বলে শুনেছি। কি ভাবে এই ঘটনা ঘটলা তার সঠিক তদন্ত হোক সেটাই চাই। যুবতীর বাবা মুম্বই গিয়েছে, তার মা জানেনা মেয়ে আর নেই।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)