Home> রাজ্য
Advertisement

Chuchura Woman Death: শান্তির খোঁজে যান মুম্বই, কিন্তু সেখানেই...! সঙ্গীতার নিথর দেহ এসে পৌঁছল চুঁচুড়ায়, হাহাকার পরিবারে...

Chuchura: মুম্বইয়ে যোগাশ্রমে যোগ দিতে দিয়ে চুঁচুড়ার যুবতী। তিনি অবসাদ কাটাতে গিয়েছিলেন বলেই জানা যাচ্ছে। সেখানে গিয়ে রহস্যমৃত্যু হয়। 

Chuchura Woman Death: শান্তির খোঁজে যান মুম্বই, কিন্তু সেখানেই...! সঙ্গীতার নিথর দেহ এসে পৌঁছল চুঁচুড়ায়, হাহাকার পরিবারে...

বিধান সরকার: মায়ানগরীতে গিয়ে রহস্যমৃত্যু চুঁচুড়ার যুবতী সঙ্গীতা চক্রবর্তীর। কফিনবন্দি দেহ ফিরল বাড়ি। শোকাতুর কারবালা।

মুম্বইতে গিয়ে রহস্যমৃত্যু হয় চুঁচুড়ার যুবতীর। অবসাদ কাটাতে কিছুদিন আগে মুম্বইয়ের একটি যোগাশ্রমে গিয়েছিল চুঁচুড়া কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী। সেখানে একটি বাঁধের জলে পড়ে মৃত্যু হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী কাল মুম্বইয়ে পৌঁছান। আজ বিমানে করে কফিনবন্দি মৃতদেহ নিয়ে আসা হয় দমদমে। সেখান থেকে চুঁচুড়ায়।

আরও পড়ুন:CA dies by suicide: 'জীবনে কিছুই পারলাম না, পচা পৃথিবীতে আর জন্মাতেও চাই না', হিলিয়াম গ্যাস মুখে! AirBNB রুমে আ*ত্মঘা*তী তরুণ CA...

পাড়ার মেয়ের অকস্মাৎ মৃত্যুর খবরে শোকের আবহ ছিল গতকাল থেকেই। আজ কফিন আসতেই গোটা পাড়া ভিড় করে কারবালায়। শ্রদ্ধা জানাতে জানাতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও বিজেপির স্থানীয় নেতৃত্ব। বিধায়ক বলেন, 'যে কোনও মৃত্যুই দুঃখের। যুবতীর কীভাবে মৃত্যু হল তা জানতে ময়নাতদন্ত হয়েছে। তার রিপোর্ট এলে কারণ জানা যাবে। আমরা চাই সত্য উদঘাটিত হোক। ওই পরিবারের পাশে আমরা রয়েছি।'

মঙ্গলবার এবিষয়ে চুঁচুড়া পুরসভার স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, 'আমাদের পাড়ার মেয়ে সঙ্গীতা। সে খুব ভালো গান বাজনা করত। আমাদের পাড়ার বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছিল। শুনেছি সে মুম্বইতে একটি যোগা আশ্রমে গিয়েছিল। মুম্বইতে তাঁর আত্মীয় রয়েছে বলে জানি। তারাই খবর দেয়। আজ এই খবরটা শুনলাম, খুবই মর্মান্তিক এই ঘটনা। বাঁধের জলে পরে মৃত্যু হয়েছে বলে শুনেছি। কি ভাবে এই ঘটনা ঘটলা তার সঠিক তদন্ত হোক সেটাই চাই। যুবতীর বাবা মুম্বই গিয়েছে, তার মা তখনও জানেনা মেয়ে আর নেই।'

আরও পড়ুন:Jalpaiguri: ছেলেকে স্কুলে নামিয়ে চায়ের ভাঁড়ে তৃপ্তির চুমুক বাবার! তারপর দু'বার কেঁপে লুটিয়ে পড়লেন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More