Home> রাজ্য
Advertisement

West Bengal Assembly Election 2026: পাখির চোখ ছাব্বিশ, একুশে জুলাইয়ের আগেই 'বড়' ভাঙন! একদিকে জমি হারাল... আরেকদিকে শক্তিবৃদ্ধি...

21 July TMC Sahid Diwas: সদ্য যোগদানকারী তৃণমূল কংগ্রেস সদস্যরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।সাংসদ বলেন, ভবিষ্যতেও আরও অনেকে আসবেন।

West Bengal Assembly Election 2026: পাখির চোখ ছাব্বিশ, একুশে জুলাইয়ের আগেই 'বড়' ভাঙন! একদিকে জমি হারাল... আরেকদিকে শক্তিবৃদ্ধি...

দেবজ্য়োতি কাহালি: একুশে জুলাইয়ের (21 July TMC Martyrs Day) আগেই বড় ভাঙন! ভাঙন এক শিবিরে! ছাব্বিশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে জমি মজবুত করে শক্তিবৃদ্ধি আরেক শিবিরের। ঠিক যেমন কয়েকদিন আগে ঘটেছিল দক্ষিণে গঙ্গাসাগের। এবার উত্তরে। ভাঙন বিজেপিতে (BJP)। যোগদান তৃণমূলে (TMC)। তৃণমূলে যোগ বিজেপি পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীদের।

ফের ভাঙন বিজেপিতে। শনিবার কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত প্রধান তাপস রায় ও তাঁর অনুগামীরা। শনিবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। যেখানে সদ্য যোগদানকারী তৃণমূল কংগ্রেস সদস্যরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। গ্রামের উন্নয়নকে আরও বাড়াতেই এই যোগদান। আজকের এই যোগদান কর্মসূচি থেকে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে সামিল হতে বিজেপি থেকে আগেও বহু পঞ্চায়েত প্রধান এসেছেন। ভবিষ্যতেও আরও অনেকে আসবেন।

প্রসঙ্গত ছাব্বিশের ভোটের আগেই গঙ্গাসাগরে বিজেপি, সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন শতাধিক কর্মী। ছাব্বিশের দামামা একপ্রকার বেজেই গিয়েছে। ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই নিজেদের ঘর গুছিয়ে নিতে শুরু করে দিয়েছে সবুজ শিবির। বিরোধী শিবিরে সেখানে একের পর এক ভাঙন! বিজেপি মন্ডল সভাপতি-সহ সিপিআইএমের শতাধিক কর্মী, সমর্থক বিরোধী শিবির ছেড়ে যোগদান করেন তৃণমূলে।

আরও পড়ুন, Dharmasthala mass-burial case: নেই অন্তর্বাসটুকুও, যৌ*ন নির্যাতন করে নৃশংস খু*ন! মন্দির চত্বরেই ১০০ গণক*বর! নারীদেহের কং*কাল...

আরও পড়ুন, Chhangur Baba mass-conversion: ১০০০ ছেলের টিম! মুসলিম দেশ থেকে ৩০০ কোটির ফান্ডিং! ছাঙুর বাবার ১০০ কোটির গণধর্মান্তকরণ সাম্রাজ্যের ভয়ংকর সত্যি...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More