Home> রাজ্য
Advertisement

TMC vs BJP: ছাব্বিশের আগেই 'বড় মাপের' ভাঙন শাসকদলে! গুরুত্বপূর্ণ এই জেলায় 'শক্তিক্ষয়' তৃণমূলের, 'জোর বাড়ল' বিজেপির...

West Bengal Assembly Election 2026: শাসকদল থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করায় ওই অঞ্চলে গেরুয়া শিবির অনেকটাই শক্তিশালী হল বলে দাবি বিজেপি নেতৃত্বের।

TMC vs BJP: ছাব্বিশের আগেই 'বড় মাপের' ভাঙন শাসকদলে! গুরুত্বপূর্ণ এই জেলায় 'শক্তিক্ষয়' তৃণমূলের, 'জোর বাড়ল' বিজেপির...

প্রদ্যুৎ দাস: সামনেই ২০২৬ বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। এরই মাঝে শুরু হয়ে গিয়েছে জল মেপে দলবদলের খেলা। এবার দলবদলের খেলা জলপাইগুড়িতে (Jalpaiguti News)। তৃণমূল (TMC) ছেড়ে শতাধিক কর্মী সমর্থক যোগদান করলেন বিজেপিতে (BJP। জলপাইগুড়ি সদর বিধানসভার মন্ডল ঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন ফল্ডিং মোড় এলাকায় শতাধিক কর্মী তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি শ্যামল রায়ের হাত ধরে। 

শাসকদল থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করায় এই অঞ্চলে বিজেপি অনেকটাই শক্তিশালী হল বলে দাবি বিজেপি নেতৃত্বের। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ অনেকে। এর পাশাপাশি রবিবার রাতে বিজেপির সাংগঠনিক জলপাইগুড়ি জেলার হেমকুমারিতে ডা.শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালন করে বিজেপি। তাতে অনুপ্রাণিত হয়ে প্রায় ৪৫ পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক দধীরাম রায়, সম্পাদক প্রভাত রায়, প্রাক্তন জেলা সভাপতি ভূপেন্দ্র নাথ রায়, মন্ডল সভাপতি শংকর বর্মন, অঞ্চল কনভেনর ধনঞ্জয় বর্মন সহ অনেকে।

প্রসঙ্গত, এর আগেও শাসকদলে ভাঙনের খবর সামনে এসেছে মুর্শিদাবাদের ডোমকলে। ছাব্বিশের আগেই বড় পরিবর্তন! সবাই দল বদলে সিপিএমে যাওয়ায় তৃণমূলের পার্টি অফিসে ওড়ে লাল পতাকাও। তৃণমূল অফিস রাতারাতি বদলে গেল সিপিএমের অফিসে। গত বৃহস্পতিবার রাতে ডোমকলের ১৬ নম্বর ওয়ার্ডে হয় দলবদল। বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল এলাকায় কোনও প্রভাব ফেলে কিনা সেদিকেই এখন নজর রানৈতিক মহলের।

ওদিকে ছাব্বিশের আগেই তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি আবার বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা উসকে উঠেছে সেই জল্পনাও। যার মূলে একটি ফেসবুক প্রোফাইল। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে ফেসবুক প্রোফাইল। যেখানে প্রধানমন্ত্রী, জেপি নাড্ডা সহ শীর্ষ নেতৃত্বদের ছবি থাকার পাশাপাশি "আমার পরিবার-বিজেপি পরিবার" বলে উল্লেখ রয়েছে। যদিও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দাবি, ভুয়ো প্রোফাইল তৈরি করে তাঁর নামে কুৎসা রটানো হচ্ছে। এজন্য বিরোধীদেরও নিশানা করেন তিনি। 

আরও পড়ুন, Krishna Kalyani: ছাব্বিশের আগেই ফের বড় দলবদল? তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি আবার বিজেপিতে?

আরও পড়ুন, Kasba Law College Incident: মনোজিতের নামে আরেক ছাত্রীর বিস্ফোরক অভিযোগ! কলেজে অসু্বিধায় সেই 'ম্যাংগো'কেই যোগাযোগের নির্দেশ ভাইস প্রিন্সিপালের....

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More