Home> রাজ্য
Advertisement

Bengal Weather: বাংলায় ঘূর্ণিঝড়ের ফলা! ৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, তোলপাড় বেশ কয়েকটি জেলা...

Weather Update: মে মাসের শেষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। 

Bengal Weather: বাংলায় ঘূর্ণিঝড়ের ফলা! ৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, তোলপাড় বেশ কয়েকটি জেলা...

অয়ন ঘোষাল: শুক্রেও ঝড়-বৃষ্টি বাংলা জুড়েই। বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ৩-৪ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন। আগামী সপ্তাহে ২৮ মে বুধবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির আশঙ্কা বুধবার থেকে।

আরও পড়ুন, CPM: চটুল মিউজিকে মহিলা কর্মীদের সঙ্গে নাচ! প্রবল বিতর্কে দুই বাম যুবনেতা...

২৭ মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ। বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে বলে কোনও অফিসিয়াল কনফার্মেশন এখনও পর্যন্ত নয়াদিল্লির মৌসম ভবন দেয়নি।

অন্যদিকে আরব সাগরের নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ ও আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা। সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় তৈরি করতে পারে। এখনও পর্যন্ত সরাসরি ঘূর্ণিঝড়ের কোনও সতর্কতা জারি করেনি নয়াদিল্লির মৌসম ভবন। 

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। ঝড়-বৃষ্টির পূর্বাভাস মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সর্তকতা রয়েছে শুক্রবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গে শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। শুক্রবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা।

আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। কলকাতায় মেঘলা আকাশ। দমবন্ধ করা গুমোট অস্বস্তি। বেলা বাড়লে পল্লা দিয়ে ঘাম ছুটবে। জলীয় বাষ্পের পরিমান ১০০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে কলকাতায়। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।

 কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ২২.৪ ডিগ্রি থেকে একলাফে প্রায় ৬ ডিগ্রি বেড়ে ২৮ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ থেকে প্রায় ৫ ডিগ্রি কমে ৩১.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯৫ শতাংশ। 

 আরও পড়ুন, Dilip Ghosh and Rinku Majumdar at Tripura: পুত্রশোকে কাতর রিঙ্কু মায়ের দরবারে! ত্রিপুরেশ্বরী মন্দিরে সস্ত্রীক দিলীপ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More