Home> রাজ্য
Advertisement

Bengal Weather: দুর্যোগ কাটার লক্ষণ নেই! আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?

West Bengal Weather Update: সোমবার থেকে কলকাতা শহরের দিন শুরু হচ্ছে মেঘলা আকাশ ও বৃষ্টি দিয়ে। বৃহস্পতিতেও সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা ও সঙ্গে চলছে বৃষ্টি। হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহের বাকি দিনগুলিও...

Bengal Weather: দুর্যোগ কাটার লক্ষণ নেই! আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?

অয়ন ঘোষাল: বর্ষা যাওয়ার আপাতত লক্ষণ দেখা যাচ্ছে না। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কাল শুক্রবার থেকে বিভিন্ন জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চললেও সার্বিকভাবে বৃষ্টি অনেকটাই কমে আসবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার সন্ধ্যে বা রাত থেকেই দক্ষিণের একাধিক জেলায় আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। 

আরও পড়ুন, Physical Assault of Minor: ভয়ংকর! প্রতিবেশী পনেরো ও চোদ্দোর দুই দাদা মিলে তিনের শিশুর গো*প*না*ঙ্গে...আঁতকে উঠবেন...

উত্তরবঙ্গে শুক্র থেকে বৃষ্টি বাড়বে। শুক্রবার সন্ধ্যার পর থেকে বাড়তে থাকা বৃষ্টি শনিবার থেকে সোমবার অনেক গুণ বাড়বে। শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে। বাড়বে নদীর জলস্তর। পার্বত্য এলাকায় নামতে পারে ধস। বৃহস্পতিবার থেকে বিকেল বা সন্ধ্যে পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ বঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায়।

এদিন বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতায় বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যে পর্যন্ত হালকা মাঝারি টানা বিরক্তিকর বৃষ্টি চলতে পারে। সন্ধ্যে বা রাতের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। মাঝে মাঝে পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বিভিন্ন জেলার দুই এক জায়গায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গের কোথাও। 

উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টির সতর্কতা। বাকি উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কাল শুক্রবার উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কাল ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে। 

পরশু শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই ওপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির প্রভাবে শনিবার থেকে উত্তরের নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। কলকাতায় সন্ধ্যে পর্যন্ত সম্পূর্ণ মেঘলা আকাশ। একটানা বিরক্তকর বৃষ্টি। সন্ধ্যার পর আংশিক মেঘলা আকাশ।

সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে খুব হালকা থেকে মাঝারি আঞ্চলিক বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি থাকবে। বৃষ্টি বন্ধ হলে আর্দ্রতাজনিত গুমোট ঘর্মাক্ত অস্বস্তি থাকবে। কলকাতায় বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। পাল্লা দিয়ে বাড়বে ঘর্মাক্ত অস্বস্তি। সিকিম এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সর্তকতা। 

আরও পড়ুন, Anubrata Mondal: বীরভূমে ফের স্বমহিমায় অনুব্রত! ফিরে পেলেন Y+ ক্যাটেগরির নিরাপত্তা এবং...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More