অয়ন ঘোষাল: মৌসুমী বায়ু বাংলায় প্রবেশের পর থেকে এখনও পর্যন্ত বেশ কিছু উলট পুরান লক্ষ্য করা গেছে। ১০ জুন থেকে ২৯ জুলাই কলকাতায় গড়ে বৃষ্টিপাতের পরিমাণ ৮৯১ মিলিমিটার। এর মধ্যে শুধু আলিপুরেই বৃষ্টি হয়েছে ৭৮৮ মিলিমিটার। কলকাতা পুরসভা এলাকায় চলতি মরশুমে এখনও পর্যন্ত স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন, Government schools: না আছে পড়ুয়া, তেমনই হাল শিক্ষক-শিক্ষিকার! প্রায় ১৪ সরকারি স্কুল বন্ধের মুখে?
বরাবর অতিরিক্ত বৃষ্টি পাওয়া উত্তরবঙ্গ। বিশেষত জলপাইগুড়ি আলিপুরদুয়ার বা কোচবিহারের মতো জেলায় মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের ১০ দিন আগে ঢুকলেও এখনও পর্যন্ত স্বাভাবিকের তুলনায় ২৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের সুষ্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা শক্তি বৃদ্ধি করছে। এটি উত্তর বাংলাদেশের নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিশে গিয়েছে। এর জেরে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বিলীন হতে না হতেই আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভবনা দেখা দিয়েছে। এটি শেষ পর্যন্ত নিম্নচাপে পরিণত হলে বিগত ২৬ দিনের মধ্যে ষষ্ঠ নিম্নচাপ হতে চলেছে বঙ্গোপসাগরে।
সিস্টেমের দিকে নিবিড় পর্যবেক্ষণ রাখছে নয়াদিল্লির মৌসম ভবন। মঙ্গলবার এই সিস্টেম থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। বুধবার ৩০ জুলাই রাত পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী এবং কোনো কোনো সময় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার ১ অগাষ্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। অন্ততঃ ৪ বা ৫ তারিখ পর্যন্ত আর খুব বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ৩১ জুলাই পর্যন্ত হওয়া বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ফসলের ক্ষতি হতে পারে।
উত্তরবঙ্গের সমস্ত জেলায় আজও বৃষ্টি চলবে। আজ বেশি বৃষ্টি হবে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায়। বৃস্পতিবার থেকে উত্তরে বৃষ্টি অনেকটা বাড়বে। বৃহস্পতি এবং শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি। বাকি সব জেলায় একটানা বেশ কিছুক্ষণ মাঝারি বৃষ্টি। শনিবার আরও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সব জেলায় দিনের বিভিন্ন সময় ভারী এবং বাকি সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন, Kidnapped Students recovered: পরীক্ষায় খারাপ রেজাল্টেই অপহরণের নাটক ক্লাস টেনের ছাত্রীর! শেষে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)