Home> রাজ্য
Advertisement

Bengal Weather: ত্রিফলার দাপট অব্যাহত! অতি ভারী বৃষ্টিতে বাংলায় ভয়ংকর দুর্যোগ, ভাসবে জেলা...

Bengal Weather: দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে। 

Bengal Weather: ত্রিফলার দাপট অব্যাহত! অতি ভারী বৃষ্টিতে বাংলায় ভয়ংকর দুর্যোগ, ভাসবে জেলা...

অয়ন ঘোষাল: নিম্নচাপের জেরে সোমবার থেকেই আকাশের মুখ ভার। কখনও ভারী বৃষ্টি, কখনও হালকা কিন্তু অনলরত বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের আপাতত অবস্থান ঝাড়খন্ড ও লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ সরবে ঝাড়খন্ড এবং উত্তর ছত্রিশগড় এলাকায়। মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

আরও পড়ুন, Threat Culture in College: অভিষেক থেকে দেব, ছবি সোহম- সায়ন্তিকার সঙ্গেও! 'থ্রেট কালচারে' অভিযুক্ত এই যুব তৃণমূল নেতা কে...

আসাম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকার ওপর বিস্তৃত। এই ত্রিফলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলায়। এর প্রভাবে বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে। উত্তরবঙ্গের কালিম্পংয়ে অতিভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টি। আগামীকালও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আজকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। ফের ভারী বৃষ্টির প্রভাব বাড়বে রবিবার থেকে।

দক্ষিণবঙ্গে বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাঁকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ কালিম্পঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি জলপাইগুড়ি দার্জিলিং এবং মালদা জেলাতে।

বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে উত্তরবঙ্গে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। সৌম্য মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। 

আগামী ২৪ ঘন্টায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। উত্তর বঙ্গোপসাগরের বাংলা ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। দুই বঙ্গেই নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।

আরও পড়ুন, Dilip Ghosh: শমীকের হাত ধরেই ফের চাঙ্গা হবেন দাবাং দিলীপ? দিল্লি ডাকে বড় আপডেট...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More