সন্দীপ প্রামাণিক: আজ বিকেলের আবহাওয়া
ঘূর্নাবর্ত:
উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তর পূর্ব উত্তরপ্রদেশে, মৌসুমী অক্ষরেখা সক্রিয়ভাবে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও ক্যানিং এর ওপর। মনসুন ফ্লো-র প্রভাবে অতি বৃষ্টি উত্তরবঙ্গে।
গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ:
উত্তরবঙ্গ-
ফালাকাটা কুমারগ্রাম ময়নাগুড়ি দোমোহনি ১৯০ মিলিমিটার। ডেঙ্গুয়াঝাড় টি এস্টেট ১৮০ মিলিমিটার। দলগাঁও টি এস্টেট ১৭০ মিলিমিটার। জলপাইগুড়ি মেখলিগঞ্জ ১৬০ মিলিমিটার। আলিপুরদুয়ার ১৫০ মিলিমিটার। চেপান ১৩০ মিলিমিটার। গাজলডোবা ১২০ মিলিমিটার। বক্সাদুয়ার ১০০ মিলিমিটার। মুর্তি ৮০ মিলিমিটার। বাগডোগরা ৭০ মিলিমিটার।
দক্ষিণবঙ্গ-
দেবগ্রাম, লাভপুর ১৪০ মিলিমিটার। কান্দি ১২০ মিলিমিটার। বীরভূম ১১০ মিলিমিটার। বহরমপুর ১০০ মিলিমিটার। বারাকপুর ৭০ মিলিমিটার।
দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা-
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। আজ ও কাল অতি ভারী বৃষ্টির চরম সর্তকতা। অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে। ভারী বৃষ্টির সর্তকতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। প্রবল বৃষ্টি সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের সামগ্রিক আবহাওয়া:
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার বৃষ্টির সম্ভাবনা কমবে; বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।
বৃষ্টি কবে থেকে?
বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদিয়া পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে।