অয়ন ঘোষাল: স্বস্তি তো নেই-ই। বরং একদিকে বর্ষার (Rain) ঘাটতি আর অন্যদিকে গরমের জেরে নাজেহাল শহরবাসী। বিক্ষিপ্ত বৃষ্টিতে অনেকটাই বেড়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে চূড়ান্ত অস্বস্তি বজায় রয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর (Weather) সূত্রে খবর, জুলাই মাসের ২১ তারিখ পর্যন্ত রাজ্যে বৃষ্টির ঘাটতি অব্যাহত থাকবে।
এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৭ শতাংশ। উত্তরবঙ্গে মাঝে অতিবৃষ্টি হলেও সার্বিকভাবে এখনও পর্যন্ত ঘাটতি রয়েছে ৪ শতাংশ । যেহেতু এখনও পর্যন্ত রাজ্যের ওপর মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাব নেই। তাই এখন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিরও পূর্বাভাস নেই।
বরং আগামী ৭২ ঘন্টা তীব্র ঘর্মাক্ত অস্বস্তি নিয়েই কাটাতে হবে দক্ষিণবঙ্গকে। যদিও জেলায় জেলায় বৃষ্টি হবে। তবে তা বিক্ষিপ্তভাবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে।
এদিকে, উত্তরবঙ্গেও কাল থেকে ফের কমবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝরি বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় ভাবে কোনো কোনো এলাকায় দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সারাদিনে মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর্দ্রতার বাড়বাড়ন্তে অত্যন্ত অস্বস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে।
আরও পড়ুন, 21 July TMC Shahid Diwas: পঠনপাঠন শিকেয়! জলপাইগুড়িতে স্কুলেই শহিদ দিবস পালন