Home> রাজ্য
Advertisement

Weather Today: বসন্তে বাড়ছে গরম, কেমন থাকবে আজ তিলোত্তমার আবহাওয়া?

ভোরের দিকে হালকা ঠাণ্ডার রেশ থাকলেও বেলা বাড়তেই উধাও সেই আমেজ।

Weather Today: বসন্তে বাড়ছে গরম, কেমন থাকবে আজ তিলোত্তমার আবহাওয়া?

নিজস্ব প্রতিবেদন: রাজ্য থেকে বিদায়ের পথে শীত। ভোরের দিকে হালকা ঠাণ্ডার রেশ থাকলেও বেলা বাড়তেই উধাও সেই আমেজ। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দিনের বেলায় গরম এবং রাতে ঠান্ডা আবহাওয়া থাকবে শহরে ও শহরতলিতে। তবে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল থেকেই হাল্কা কুয়াশার দাপট ছিল। আজ সারাদিন রোদের দেখা মিললেও আংশিক মেঘলাই থাকবে আকাশ। অন্যদিকে, পশ্চিমের জেলা গুলি যেমন পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর,বাঁকুড়া,পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

বেলা বাড়তেই ক্রমশ বাড়ছে গরম। উত্তরবঙ্গে ক্ষেত্রে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। আপাতত তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ সারাদিন মেঘলা আকাশে কিছুটা গুমোট ভাব থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৬ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ।

আগেই  জানান হয়েছিল আগামী তিন দিন খুব মনোরম আবহাওয়া থাকবে বাংলা জুড়ে। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা গুলি যেমন পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমান, ঝারগ্রাম, পূর্ব মেদিনীপুর,বাঁকুড়া,পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিও পূর্বাভাসও রয়েছে।

আরও পড়ুন, রাজ্য সরকারের অঙ্গুলিহেলনেই চলছে নির্বাচন কমিশন, পুনর্নির্বাচন প্রসঙ্গে মন্তব্য দিলীপের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More