Home> রাজ্য
Advertisement

Bankura: স্বামীকে 'ঘুম পাড়িয়ে' নিত্য পরকীয়া! শেষে পথের কাঁটা সরাতে ভয়ঙ্কর কান্ড স্ত্রীর

নিজের পরকীয়া সম্পর্কের কথা যাতে স্বামী জানতে না পারেন, সেজন্য মোরে বাউরীকে প্রায়শই ঘুমের ওষুধ খাইয়ে দিতেন স্ত্রী ষষ্ঠী বাউরী। এরপর আজ সকালে নিজের বাড়িতেই মৃত্যু হয় স্বামী মোরে বাউরীর।

Bankura: স্বামীকে 'ঘুম পাড়িয়ে' নিত্য পরকীয়া! শেষে পথের কাঁটা সরাতে ভয়ঙ্কর কান্ড স্ত্রীর

মৃত্যুঞ্জয় দাস: ফের মনুয়া কান্ড! পরকীয়ায় পথের কাঁটা সরাতে স্বামীকে খুন স্ত্রীর। শিউরে ওঠার মত ঘটনা বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রে। নিহত স্বামীর নাম মোরে বাউরী (৪০)। ত্রিকোণ প্রেমের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার হাট কৃষ্ণনগর সায়েরের পাড় এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের এক ছেলে ও এক মেয়ের বিয়ের পর হাটকৃষ্ণনগর সায়েরের পাড় এলাকায় স্ত্রী ষষ্ঠী বাউরীকে নিয়ে থাকতেন পেশায় রাজমিস্ত্রী মোরে বাউরী। স্থানীয়দের অভিযোগ, স্ত্রী ষষ্ঠী বাউরীর পরকীয়া সম্পর্কে লিপ্ত থাকায় তা নিয়ে দুজনের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। স্থানীয়দের দাবি, নিজের পরকীয়া সম্পর্কের কথা যাতে স্বামী জানতে না পারেন, সেজন্য মোরে বাউরীকে প্রায়শই ঘুমের ওষুধ খাইয়ে দিতেন স্ত্রী ষষ্ঠী বাউরী। এরপর আজ সকালে নিজের বাড়িতেই মৃত্যু হয় স্বামী মোরে বাউরীর।

স্থানীয়দের দাবি, স্বামীকে গলা টিপে খুন করেছে তাঁর স্ত্রী ষষ্ঠী বাউরী। মোরে বাউরীর মৃত্যুর পর তাঁকে গ্রেফতারের দাবিতে সরব হন এলাকাবাসী। পুলিস ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত গৃহবধূকে আটক করেছে। যদিও অভিযুক্ত ষষ্ঠী বাউরীর মা তাঁর মেয়ের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ, অভিযুক্ত ষষ্ঠী বাউরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে স্থানীয় এক বিজেপি কর্মীর। ফলে বিষয়টিতে রাজনৈতিক রঙ লেগেছে।

তৃণমূলের দাবি, বিজেপি কর্মীদের নৈতিক চরিত্র নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে শাসক শিবির। পাল্টা বিজেপির দাবি, বিজেপি কর্মী সমর্থক অনেক আছে। কিন্তু এই ঘটনার সাথে বিজেপির কোনও সম্পর্ক নেই। তৃনমূল এই ঘটনাকে নিয়ে নোংরামো করছে।

আরও পড়ুন, Soumitra Khan On Abhishek Banerjee: অভিষেককে 'জুতো মারতে' চান সৌমিত্র খাঁ! বেলাগাম BJP সাংসদের বেনজির আক্রমণ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More