Home> রাজ্য
Advertisement

Elephant Attacks Cows: ভয়ংকর! মানুষ নয়, হাতি এবার ধেয়ে গেল গরুর দিকে! রাতের অন্ধকারে গোয়ালের সামনে এসে বুনোটা...

Elephant Attacks Cows in Jhargram: হঠাৎই বিপদের মুখে পড়ল একগোয়াল গরু। রাতের অন্ধকারে বুনো হাতির আক্রমণে মারা গেল একাধিক গরু। জখমও বেশ কিছু।

Elephant Attacks Cows: ভয়ংকর! মানুষ নয়, হাতি এবার ধেয়ে গেল গরুর দিকে! রাতের অন্ধকারে গোয়ালের সামনে এসে বুনোটা...

সৌরভ চৌধুরী: খুবই আশ্চর্য করার মতো ঘটনা! এবার গোয়ালঘরে হাতির হামলা! মৃত,আহত একাধিক গরু। ঘটনাস্থল ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার লাউড়িয়াদাম গ্রাম। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

গতকাল, বুধবার রাতে সেখানে এই হাতির হামলার ঘটনা ঘটে। শঙ্কর ঘোষ নামক স্থানীয় এক ব্যক্তির গোয়ালঘরে ঢুকে পড়ে হাতি। গোয়ালের ভিতরে এবং গোয়ালের বাইরে বেঁধে রাখা গবাদিপশুদের উপর হামলা চালায় হাতি। ঘটনায় একাধিক গরু মারা গিয়েছে। জখমও হয়েছে বেশ কিছু। 

আরও পড়ুন: Ram Navami 2025 Zodiac: এই রামনবমীতে কোন কোন রাশির জাতকেরা তুমুল সাফল্যের মুখ দেখবেন, হাতে আসবে বিপুল টাকা?

আরও পড়ুন: Nine Months in Space: মাসের পর মাস মহাকাশে থাকলে হতে পারে ক্যানসার, আসতে পারে অন্ধত্ব! সুনীতাদেরও কি হতে পারে এই...

এসব অঞ্চলে খাবার সন্ধানে এসে লোকালয়ের ঘর ভাঙার ঘটনা প্রায়ই ঘটে। আক্রমণের মুখে পড়ে মানুষও। কিন্তু গোয়ালঘরে এভাবে হাতির হামলা অপ্রত্য়াশিত ঘটনা। ঘটনায় হতবাক এলাকার মানুষজন। বন দফতরের মানিকপাড়া রেঞ্জ, কুসুমঘাটি বিটের তরফে শংকর ঘোষের বাড়িতে যাওয়া হয়েছে। হাতির এই অস্বাভাবিক আচরণের কারণ কী, সেটাও বোঝার চেষ্টা করা হচ্ছে। যে হাতিটি এই ঘটনা ঘটিয়েছে, তার উপরও নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, বন দফতরের মতে, এরকম ঘটনা সাধারণত ঘটায় না হাতি। তবে এইভাবে ঘরে-বাইরে লাগাতার হাতির আক্রমণে ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় আতঙ্কিত এলাকাবাসী। 

তাঁদের মনে তীব্র ক্ষোভেরও সঞ্চার হয়েছে। হাতি নিয়ন্ত্রণে বন দফতরের উদাসীনতা, নিষ্ক্রিয়তা ও পরিকল্পনাহীনতার কারণেই এই ধরনের মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More