সৌরভ চৌধুরী: খুবই আশ্চর্য করার মতো ঘটনা! এবার গোয়ালঘরে হাতির হামলা! মৃত,আহত একাধিক গরু। ঘটনাস্থল ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার লাউড়িয়াদাম গ্রাম।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
গতকাল, বুধবার রাতে সেখানে এই হাতির হামলার ঘটনা ঘটে। শঙ্কর ঘোষ নামক স্থানীয় এক ব্যক্তির গোয়ালঘরে ঢুকে পড়ে হাতি। গোয়ালের ভিতরে এবং গোয়ালের বাইরে বেঁধে রাখা গবাদিপশুদের উপর হামলা চালায় হাতি। ঘটনায় একাধিক গরু মারা গিয়েছে। জখমও হয়েছে বেশ কিছু।
এসব অঞ্চলে খাবার সন্ধানে এসে লোকালয়ের ঘর ভাঙার ঘটনা প্রায়ই ঘটে। আক্রমণের মুখে পড়ে মানুষও। কিন্তু গোয়ালঘরে এভাবে হাতির হামলা অপ্রত্য়াশিত ঘটনা। ঘটনায় হতবাক এলাকার মানুষজন। বন দফতরের মানিকপাড়া রেঞ্জ, কুসুমঘাটি বিটের তরফে শংকর ঘোষের বাড়িতে যাওয়া হয়েছে। হাতির এই অস্বাভাবিক আচরণের কারণ কী, সেটাও বোঝার চেষ্টা করা হচ্ছে। যে হাতিটি এই ঘটনা ঘটিয়েছে, তার উপরও নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, বন দফতরের মতে, এরকম ঘটনা সাধারণত ঘটায় না হাতি। তবে এইভাবে ঘরে-বাইরে লাগাতার হাতির আক্রমণে ক্ষয়ক্ষতি বাড়তে থাকায় আতঙ্কিত এলাকাবাসী।
তাঁদের মনে তীব্র ক্ষোভেরও সঞ্চার হয়েছে। হাতি নিয়ন্ত্রণে বন দফতরের উদাসীনতা, নিষ্ক্রিয়তা ও পরিকল্পনাহীনতার কারণেই এই ধরনের মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)