Home> রাজ্য
Advertisement

Dilip Ghosh: শমীকের হাত ধরেই ফের চাঙ্গা হবেন দাবাং দিলীপ? দিল্লি ডাকে বড় আপডেট...

Dilip Ghosh: শমীক সাক্ষাতের পরই দিল্লি থেকে ডাক পড়ল দিলীপের। আজ সকালের বিমানে দিল্লির উদ্দেশ্য়ে রওনা দিয়েছেন তিনি।  

Dilip Ghosh: শমীকের হাত ধরেই ফের চাঙ্গা হবেন দাবাং দিলীপ? দিল্লি ডাকে বড় আপডেট...

অয়ন ঘোষাল: ফের দলে গুরুত্ব পেতে চলেছেন দিলীপ ঘোষ? অন্তত ইঙ্গিত তেমনই। মঙ্গলবার দুপুরে শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরই দিল্লিতে ডাক পেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। আজ সকালের বিমানে দিল্লি উড়ে যাচ্ছেন তিনি। 

উনিশে হাফ, একুশে সাফ এই স্লোগানকে হাতিয়ার করে একুশের বিধানসভায় প্রচার সেরেছিলেন দিলীপ। কিন্তু ৭৭-এই থামতে হয় বিজেপিকে। লোকসভা ভোটে প্রার্থী করা হলেও নিজের গড় খড়গপুর ছাড়তে হয় তাঁকে। দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রে দাঁড়িয়ে বড় ব্যবধানে হারতে হয়। দলেরও পদ হারাতে হয় দিলীপকে। তারপরেও সংগঠনের কাজ চালিয়ে গিয়েছেন। কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কার্যত পার্টিলাইন অমান্য করেই অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দীঘায় হাজির হয়েছিলেন নবদম্পতি। 

আরও পড়ুন:Actress Death: দরজা খুলতেই ভয়ংকর তীব্র গন্ধ! ফ্ল্যাটের ভিতর উদ্ধার অভিনেত্রীর পচাগলা দে*হ...

তারপর থেকেই দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এলেও তাঁদের কর্মসূচিতে ডাক পাননি বঙ্গ বিজেপির ‘পোস্টার বয়’ দিলীপ। এমনকী, শমীক ভট্টাচার্যের বরণ সভায়ও ডাক পাননি তিনি। যা দেখে রাজনৈতিক মহল মনে করছিল, বঙ্গ বিজেপিতে দিলীপ জমানার ইতি। কেউ কেউ বলতে শুরু করেছিলেন, একুশে জুলাইয়ের মঞ্চে ফুলবদল করবেন তিনি।

মঙ্গলবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দেন শমীক ও দিলীপ। নয়া রাজ্য সভাপতির আমন্ত্রণে সাড়া দিয়ে সল্টলেকের রাজ্যদফতরে পৌঁছে যান তাঁর পূর্বসূরি। দুজনের মধ্যে কথাও হয়। সেখান থেকে বেরিয়ে দিলীপ বলেন, 'যখন দলে এসেছিলাম তখন শমীকদা আমার সিনিয়র ছিলেন। নতুন-পুরনো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছে। লড়াই জারি থাকবে। শমীকদার নেতৃত্বেই নবান্নে পরিবর্তন আসবে।' এরপরই রাতে খবর আসে দিল্লিতে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ। কথা বলবে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে কি আজ দিল্লি গিয়েই কেল্লাফতে দিলীপের? 

আরও পড়ুন:Himachal Pradesh Flood: তখন ভয়ংকর ধস নেমে আসছে পাহাড় থেকে, ভয়ার্ত কুকুর মুহূর্তেই পরিত্রাতা! প্রায় ৭০ জনকে বাঁচাল শুধু...অত্যাশ্চর্য

ফের রাজ্য বিজেপির সংগঠনের গুরুদায়িত্ব পেতে চলেছেন দিলীপ? তবে কি শমীক-দিলীপের হাত ধরেই বঙ্গ বিজেপিতে চাঙ্গা হতে চলেছে আদি গোষ্ঠী আর কোণঠাসা হতে চলেছে শুভেন্দুরা? যাবতীয় প্রশ্নের উত্তর আজই পাওয়া যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More