নিজস্ব প্রতিবেদন: পরকীয়ায় 'বাধা'! বাড়িতে মদের আসর বসিয়ে স্বামীকে খুন? দেহ উদ্ধার হওয়ার পর স্ত্রী-র প্রেমিককে গণপিটুনি দিলেন স্থানীয় বাসিন্দারা। দু'জনকেই গ্রেফতার করেছে পুলিস। মনুয়াকাণ্ডের ছায়া এবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে।
জানা গিয়েছে, বংশীহারী ব্লকের এলাহাবাদ পঞ্চায়েতের সাধুহার গ্রামের বাসিন্দা অনুপ সরকার। বছর পাঁচেক আগে বিয়ে করেন তিনি। স্ত্রী কাঞ্চনার বাপের বাড়ি বাংলাদেশে। প্রথম প্রথম বেশ সুখেই দিন কাটছিল দু'জনের। ওই দম্পতির এক পুত্রসন্তানও হয়। তাহলে? অভিযোগ, বছর খানেক আগে অপু পরামানিক নামে এক যুবকের সঙ্গে বিবাহ-বর্হিভূর্ত সম্পর্কে জড়িয়ে পড়েন কাঞ্চনা। সেই সম্পর্কের কথা গোপন থাকেনি। পাড়া-প্রতিবেশীরা টের পেয়ে যান। সব কথা কানে যায় অনুপেরও।
আরও পড়ুন: Cooch Behar: সালিশি সভায় 'মারধর' তৃণমূল কর্মীদের, অপমানে আত্মঘাতী কিশোর
তারপর? যথারীতি স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। স্ত্রী বিবাহ-বর্হিভূত সম্পর্কে পথে কাঁটা হয়ে দাঁড়ান অনুপ। যতদিন যায়, অশান্তিও তত বাড়তে থাকে। বেশ কয়েকবার সালিশি সভাও বসেছিল গ্রামে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। উল্টে অনুপকে বেশ কয়েকবার প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়! প্রতিবেশীদের দাবি, মিথ্যা অভিযোগে নাকি বেশ কয়েকবার জেলেও যেতে হয়েছে তাঁকে। শেষপর্যন্ত এদিন সকালে বাড়ি থেকে যখন দেহ উদ্ধার হয়, তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্ত্রী-র প্রেমিককে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দাদের।
আরও পড়ুন: Durgapur: বউকে ফেরত চাই! শ্বশুরবাড়ির সামনে ধর্নায় স্বামী
কেন? স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধেয় বাড়িতে মদের আসর বসিয়েছিলেন কাঞ্চনা। সেখানে হাজির ছিলেন তাঁর প্রেমিক-সহ বেশ কয়েকজন। সেসময়ে স্বামীকে খুন করে দেহ বাড়িতে লুকিয়ে রাখেন ওই মহিলা! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিক। খতিয়ে দেখা হচ্ছে প্রতিবেশীদের অভিযোগ।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)