Home> রাজ্য
Advertisement

Malda: রক্ষকই ভক্ষক! থানায় ডেকে কুপ্রস্তাব, জেলা পুলিস সুপারের দ্বারস্থ যুবতী...

West Bengal Police: ২৫ মে এক ব্যবসায়ী তাঁর পরিচারিকার নামে সোনা চুরির অভিযোগ করেন। সেই পরিচারিকাকে থানায় ডেকে কুপ্রস্তাব দেয় পুলিস, এমনই অভিযোগ ওই যুবতীর।  শুক্রবার মালদা জেলা পুলিস সুপারের কাছে অভিযোগ করেন ওই যুবতী। 

Malda: রক্ষকই ভক্ষক! থানায় ডেকে কুপ্রস্তাব, জেলা পুলিস সুপারের দ্বারস্থ যুবতী...

রণজয় সিংহ: সোনা চুরির তদন্তে নেমে অভিযুক্ত যুবতী পরিচারিকাকে ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগ উঠল এক পুলিস অফিসারের বিরুদ্ধে। শুক্রবার মালদা জেলা পুলিস সুপারের কাছে অভিযোগ করেন ওই যুবতী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানায়। 

যুবতীর অভিযোগকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে মালদায়। অভিযুক্ত যুবতীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিস। জানা গিয়েছে, অভিযুক্ত যুবতী শহরের এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তাঁর স্বামী শ্রমিকের কাজ করেন। 

আরও পড়ুন- Jamai Sasthi 2025: জামাইষষ্ঠীতে চড়ছে বাজার! ইলিশ ছুঁয়েছে ২০০০, পিছিয়ে নেই আম-লিচুও...

গত, ২৫ মে এক ব্যবসায়ী তাঁর পরিচারিকার নামে সোনা চুরির অভিযোগ করেন। অভিযোগ, ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর টাকা সোনার অলঙ্কার চুরি করেন পরিচারিকা। সে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। অভিযোগ, তদন্তের নামে থানার এক অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর পদ পর্যদার পুলিস অফিসার যুবতীকে হেনস্থা করেন। এমনকি, কুপ্রস্তাবও দেন বলে অভিযোগ। 

অভিযুক্ত যুবতী বলেন,“আমার বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও সোনা উদ্ধার হয়নি। তারপরেও আমাকে তদন্তের নামে ডেকে হেনস্থা করা হচ্ছে। পুলিস অফিসার আমাকে কুপ্রস্তাব দিচ্ছেন। আমি আতঙ্কে রয়েছি। তাই পুলিস সুপারের দ্বারস্থ হয়েছি।” 

আরও পড়ুন- Electricity Bill: পাকা ছাদও নেই ঘরের অথচ বিদ্যুতের বিল ৬২ হাজার! মাথায় হাত বৃদ্ধার...

ঘটনায় কোনও মন্তব্য করতে চাননি ওই ব্যবসায়ী। পুলিসকে কটাক্ষ করে মালদা দক্ষিণ বিজেপির সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন,“পুলিসকে তৃণমূল কংগ্রেস নেতা গালি দিচ্ছে। আর পুলিস সাধারণ মানুষকে হেনস্থা করছে। মালদার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।” বিষয়টি নিয়ে মন্তব্য করতে নারাজ মালদা তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More