Home> রাজ্য
Advertisement

Mejia Thermal Power Station Accident: ঝড়ে উড়ল তাপবিদ্যুত্‍ কেন্দ্রের চাল, মেজিয়ায় চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের!

Mejia Thermal Power Station Accident: গতকাল সোমবার রাতে ঝড়বৃষ্টি হয় বাঁকুড়ায়। তখন মেজিয়া তাপবিদ্যুত্‍ কেন্দ্রে নির্মীয়মাণ চিমনির কাছে টিনের শেডে আশ্রয় নিয়েছিলেন শ্রমিকরা। তখনই...

Mejia Thermal Power Station Accident: ঝড়ে উড়ল তাপবিদ্যুত্‍ কেন্দ্রের চাল, মেজিয়ায় চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের!

মৃত্যুঞ্জয় দাস: হঠাত্‍-ই বৃষ্টি, সঙ্গে ঝড়ও। চিমনি তৈরি করতে গিয়ে টিনের শেডে চাপা পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের। আহত আরও ১। দুর্ঘটনা ঘটল বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুত্‍ কেন্দ্রে।

আরও পড়ুন: Anti-national Social Post: ধর্মীয় উস্কানি কিংবা দেশবিরোধী পোস্টের জের! দুই জেলায় শ্রীঘরে ৪ যুবক...

স্থানীয় সূত্রে খবর, মেজিয়া তাপবিদ্যুত্‍ কেন্দ্রে দূষণ নিয়ন্ত্রণ চিমনির তৈরি কাজ চলছে। চিমনির উচ্চতা প্রায় ১০০ মিটার। কাজের সুবিধার জন্য একটি লোহার মাচা তৈরি করেছিলেন শ্রমিকরা। নির্মীয়মাণ চিমনির পাশেই আবার একটি টিনের শেড। গতকাল সোমবার রাতে বাঁকুড়া-সহ বিভিন্ন জেলা ঝড়বৃষ্টি হয়। 

ঝড়বৃষ্টির সময়ে চিমনি তৈরির কাজ বন্ধ ছিল। টিনের শেডে তলায় আশ্রয় নিয়েছিলেন শ্রমিকরা। ঠিক তখনই বিপত্তি। ঝড়ের দাপটে আচমকাই প্রায় একশো মিটার উপর থেকে লোহার মাচার একাংশ ভেঙে পড়ে টিনের শেডের উপরে!শেডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ শ্রমিকের। আহত হন একজন।  তাঁকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। এরপর রাতেই শেডের নিচ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে গঙ্গাজলঘাঁটি থানার পুলিস। 

জানা গিয়েছে, মৃতেরা হলেন প্রেম সুন্দর ও কিষাণ পাল। দু'জনেরই বাড়ি উত্তরপ্রদেশের বরেলিতে। মেজিয়া তাপবিদ্যুত্‍ কেন্দ্রে চু্ক্তির ভিত্তিতে বা ঠিকা শ্রমিক হিসেবে চিমনি নির্মাণের কাজ করছিলেন তাঁরা। এই ঘটনার পর আজ মঙ্গলবার মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ও শ্রমিকদের নিরাপত্তা দাবিতে বিক্ষোভ দেখান অন্য শ্রমিকরা।

আরও পড়ুন:  Howrah Incident: 'বাবা হাত চেপে ধরে, দাদা গলা টিপে খুন করে', মায়ের খুনিদের ধরিয়ে দিল শিশুকন্যা! হাড়হিম হাওড়া...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More